সুনামগঞ্জে ২ কোটি টাকার চোরাইপণ্য জব্দ
প্রকাশিত হয়েছে : ০১ জুন ২০২৫, ৯:২৪:৪২ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : সিলেট বিভাগের সুনামগঞ্জ সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় চোরাইপণ্য জব্দ করেছে সুনামগঞ্জ ব্যাটালিয়ন ২৮ বিজিবি। রোববার (১ জুন) ভোরে সুনামগঞ্জের হালুয়া ঘাট এলাকায় সুরমা নদীতে অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ করা হয়। এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য ২ কোটি টাকারও বেশী। তবে এসময় কাউকে আটক করা সম্ভব হয়নি।
রোববার এর সত্যতা নিশ্চিত করেছেন সুনামগঞ্জ ব্যাটালিয়ন ২৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ কে এম জাকারিয়া কাদির।
বিজিবি সূত্র জানিয়েছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সুনামগঞ্জ সদরের উত্তর-পশ্চিম পার্শ্বে হালুয়া ঘাট এলাকায় সুরমা নদীতে অভিযান চালিয়ে মালিকবিহীন ১টি ইঞ্জিন চালিত কাঠের নৌকাসহ ১৭০০ পিস ভারতীয় বিভিন্ন প্রকার উন্নতমানের শাড়ি, ৭২০০ পিস ক্রিম এবং ১৮০ কেজি জিরা উদ্ধার করে বিজিবি। অভিযানে সুনামগঞ্জ জেলা প্রশাসকের কার্যালায়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান হৃদয়, সুনামগঞ্জ ব্যাটালিয়ন ২৮ বিজিবির সহকারী পরিচালক মো: রফিকুল ইসলামসহ বিজিবি সদস্যগণ অংশগ্রহন নেন। জব্দকৃত পণ্যের আনুমানিক বাজারমূল্য ২ কোটি ৬ হাজার টাকা।
সুনামগঞ্জ ব্যাটালিয়ন ২৮ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ কে এম জাকারিয়া কাদির বলেন, উর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী ঈদকে সামনে রেখে চোরাচালানী তৎপরতা রুখতে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা নজরদারী সর্বোতভাবে অব্যাহত রয়েছে। আটককৃত ভারতীয় শাড়ি, ক্রিম ও জিরা শুল্ক কার্যালয়, সুনামগঞ্জে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।