স্কুল-মাদরাসায় ঈদের ছুটি শুরু : কলেজ ও প্রাথমিকে কাল
প্রকাশিত হয়েছে : ০২ জুন ২০২৫, ১২:২৩:৩৯ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশ উপলক্ষে দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শুরু হয়েছে দীর্ঘ ছুটি। রোববার (১ জুন) থেকে দেশের মাধ্যমিক বিদ্যালয়, মাদরাসা এবং ভোকেশনাল শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আনুষ্ঠানিকভাবে ছুটি শুরু হয়েছে। যদিও এর আগে শুক্র ও শনিবারের (৩০ ও ৩১ মে) সাপ্তাহিক ছুটির কারণে অনেক প্রতিষ্ঠান ২৯ মে থেকেই কার্যত বন্ধ রয়েছে।
অন্যদিকে, সরকারি প্রাথমিক বিদ্যালয় ও সরকারি-বেসরকারি কলেজগুলোতে ঈদের ছুটি শুরু হবে আগামীকাল মঙ্গলবার (৩ জুন) থেকে।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং শিক্ষা মন্ত্রণালয়ের প্রকাশিত ২০২৫ সালের শিক্ষাপঞ্জি পর্যালোচনা করে ছুটির মেয়াদ ও ধরন সম্পর্কে এই তথ্য জানা গেছে
মাধ্যমিক বিদ্যালয়ে ২৩ দিনের ছুটি : সরকারি ও বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলো ঈদুল আজহা এবং গ্রীষ্মকালীন ছুটি মিলিয়ে মোট ২৩ দিন বন্ধ থাকবে। শিক্ষাপঞ্জি অনুযায়ী, ১ জুন থেকে ছুটি শুরুর কথা থাকলেও সাপ্তাহিক ছুটির কারণে ২৯ মে ছিল সর্বশেষ ক্লাসের দিন। এই ছুটি শেষ হবে ১৯ জুন। তবে ২০ জুন শুক্রবার এবং ২১ জুন শনিবার হওয়ায় কার্যত ২২ জুন থেকে পুনরায় ক্লাস শুরু হবে।
মাদরাসায় সর্বোচ্চ ২৫ দিনের ছুটি : এবার সবচেয়ে বেশি ছুটি পাচ্ছেন মাদরাসার শিক্ষক ও শিক্ষার্থীরা। আলিয়া ও স্বতন্ত্র ইবতেদায়ি, দাখিল, আলিম, ফাজিল ও কামিল পর্যায়ের মাদরাসাগুলো ১ জুন থেকে ২৫ জুন পর্যন্ত বন্ধ থাকবে। ফলে মাদরাসাগুলোতে ছুটির মোট দৈর্ঘ্য দাঁড়াচ্ছে ২৫ দিন। আগামী ২৬ জুন থেকে পুনরায় ক্লাস শুরু হবে। যদিও সিলেটের মাদ্রাসাগুলোতে ১ম মুল্যায়ন (সাময়িক) পরীক্ষা চলমান থাকায় সোমবার থেকে ছুটি কার্যকর হবে।
কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে ১৯ দিনের বিরতি : প্রি-ভোকেশনাল, দাখিল (ভোকেশনাল) ও এসএসসি (ভোকেশনাল) পর্যায়ের কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতেও ১ জুন থেকে ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশ একত্রে শুরু হয়েছে। এসব প্রতিষ্ঠান ১৯ জুন পর্যন্ত বন্ধ থাকবে। এরপর সাপ্তাহিক ছুটি শেষে ২২ জুন থেকে পাঠদান কার্যক্রম শুরু হবে।
প্রাথমিক বিদ্যালয়ে ছুটি ২১ দিন : দেশের সাড়ে ৬৫ হাজারেরও বেশি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ছুটি শুরু হবে ৩ জুন এবং তা চলবে ২৩ জুন পর্যন্ত। ২৪ জুন থেকে পুনরায় শিক্ষার্থীদের শ্রেণিকক্ষে ফেরার কথা রয়েছে।
কলেজে ১০ দিনের ঈদের ছুটি : সরকারি ও বেসরকারি কলেজগুলোতে শুধুমাত্র ঈদুল আজহা উপলক্ষে ১০ দিনের ছুটি ঘোষণা করা হয়েছে। এই ছুটি শুরু হবে ৩ জুন এবং শেষ হবে ১২ জুন। ১৩ জুন থেকে কলেজে স্বাভাবিক ক্লাস শুরু হবে। গ্রীষ্মকালীন ছুটি এ স্তরে প্রযোজ্য নয়।
চলতি বছর ছুটির দৈর্ঘ্যে কিছুটা পার্থক্য লক্ষ্য করা যাচ্ছে। কোথাও ১০ দিনের সীমিত ছুটি, আবার কোথাও ২৫ দিনের লম্বা ছুটি-এই বৈচিত্র্য শিক্ষাপঞ্জির ভিত্তিতে নির্ধারিত হয়েছে।