হবিগঞ্জে সেনা অভিযানে আগ্নেয়াস্ত্র-মাদক উদ্ধার
প্রকাশিত হয়েছে : ০১ জুন ২০২৫, ৯:৩০:৫৭ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : হবিগঞ্জের সেনাবাহিনীর অভিযানে একটি আগ্নেয়াস্ত্র, তিনটি কার্তুজ ও ১৬ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করা হয়েছে। রোববার ভোর ৫টার দিকে মাধবপুর সেনা ক্যাম্পের সদস্যরা উপজেলার ধর্মঘর ইউনিয়নের শোয়াবই গ্রামের মাজহারুল ইসলাম রাব্বির বাড়িতে তল্লাশি চালিয়ে অস্ত্র ও মাদক উদ্ধার করা হয়। তিনি ওই গ্রামের জোনাব আলীর ছেলে।
সেনা সূত্রে জানা গেছে, মাদক ও অস্ত্র ব্যবসায়ী ফুয়াদ হাসান সাকিবের বাড়িতে অভিযান চালানো হলে সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে সে পালিয়ে যায়। এরপর তার ভাগ্নে মাজহারুল ইসলাম রাব্বির বাড়িতে অভিযান চালিয়ে বাথরুম থেকে একটি আগ্নেয়াস্ত্র, তিনটি কার্তুজ ও ১৬ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করা হয়।
মাধবপুর থানার এসআই শাহনূর বলেন, আমরা ঘটনাস্থলে উপস্থিত থেকে জব্দকৃত মালামালের তালিকা প্রস্তুত করেছি। এ ঘটনায় থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।