সাদাপাথর পর্যটন কেন্দ্র বন্ধ ঘোষণা
প্রকাশিত হয়েছে : ০১ জুন ২০২৫, ৯:২৬:৪৫ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : টানা বর্ষণ ও ভারত থেকে নেমে আসা পাহাড়ী ঢলে সিলেটের নিম্নাঞ্চল প্লাবিত। ইতোমধ্যে ৪টি পয়েন্টে বিপদসীমা ছাড়িয়েছে সুরমা ও কুশিয়ারার পানি। এরমধ্যে গত ২৪ ঘন্টায় সিলেটে রেকর্ড পরিমাণ বৃষ্টি হয়েছে। এমন পরিস্থিতিতে পর্যটকদের জন্যও ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে সিলেটের বিভিন্ন পর্যটন স্পট।
বন্যা পরিস্থিতির অবনতি কারণে ঝুঁকি বিবেচনায় কোম্পানীগঞ্জের সাদাপাথর পর্যটনকেন্দ্র বন্ধ ঘোষণা করেছে প্রশাসন। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত পর্যটনকেন্দ্রটি বন্ধ রাখার নির্দেশ দিয়েছে কোম্পানীগঞ্জ উপজেলা প্রশাসন। আবহাওয়া স্থিতিশীল হলে পর্যটনকেন্দ্রটি আবার খুলে দেয়া হবে।
কোম্পানীগঞ্জের উপজেলা নির্বাহী কর্মকর্তা আজিজুনন্নাহার সাদাপাথর বন্ধের ঘোষণায় গত শুক্রবার (৩০ মে) স্বাক্ষর করলেও তা জানা গেছে রোববার (১ জুন)।
বিলম্বের কারণ জানাতে গিয়ে কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আজিজুন্নাহার বলেন, গত শুক্রবার ঢল নামছিল খুব। এ অবস্থায় জরুরী ভিত্তিতে আমি বন্ধের নোটিশে স্বাক্ষর করি। তবে যেহেতু শুক্র-শনি ছুটির দিন ছিল সে কারণে আমার জারিকারকরা হয়ত জারি করতে পারেনি। তাই এই বিলম্ব। আবহাওয়া স্বাভাবিক হয়ে গেলে আবার সাদাপাথর পর্যটনকেন্দ্রটি খুলে দেয়া হবে।