সুনামগঞ্জে যৌক্তিক ভাড়া নির্ধারণের দাবিতে মানববন্ধন
প্রকাশিত হয়েছে : ০২ জুন ২০২৫, ৬:৩৭:৫৮ অপরাহ্ন
সুনামগঞ্জ প্রতিনিধি:
সুনামগঞ্জ পৌর শহরে অটোরিকশা ও ইজিবাইকের যৌক্তিক ভাড়া নির্ধারণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল সাড়ে ১১ টায় আলফাত স্কয়ারে সচেতন সুনামগঞ্জবাসীর উদ্যোগে ঘন্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
হাওর বাঁচাও আন্দোলনের কেন্দ্রীয় সহসভাপতি সুখেন্দু সেন’র সভাপতিত্বে ও বৈশাখী টেলিভিশনের জেলা প্রতিনিধি কর্ণ বাবু দাস’র সঞ্চালনায় বক্তব্য রাখেন হাউস’র নির্বাহী পরিচালক সালেহীন চৌধুরী শুভ, জেলা কৃষকদলের যুগ্ম আহ্বায়ক সিরাজুল ইসলাম পলাশ, সুশাসনের জন্য নাগরিক (সুজন)’র সাধারণ সম্পাদক ফজলুল করিম সাঈদ, সাংগঠনিক সম্পাদক নুরুল হাসান আতাহার, দৈনিক কালবেলার জেলা প্রতিনিধি একে কুদরত পাশা, আমার সুনামগঞ্জের সম্পাদক সোহেল আলম, গণঅধিকার পরিষদ এর সাধারণ সম্পাদক বারী সিদ্দিকী।
এ সময় উপস্থিত ছিলেন পিএফজি সদস্য মসিউর রহমান রাসেল, তৃষ্ণা আক্তার রুশনা, উন্নয়নকর্মী ফারুক আহমেদ, মোসাব্বির হোসাইন, যুব অধিকার নেতা মুজাহিদ আলী খোকন, ইয়ূথ পিস এম্বাসেডর গ্রুপের যুগ্ম সমন্বয়কারী ইমরান হোসেন ও বিশ্বজনের সদস্য আনহার সাকিব।
এ সময় বক্তারা বলেন, পৌর শহরে অযৌক্তিকভাবে অটোরিকশা ও ইজিবাইকের ভাড়া বৃদ্ধি করা হয়েছে। এতে প্রতিদিন যাত্রী ও চালকদের ঝগড়া হয় তর্কাতর্কি হয়। যাত্রীরা এই ভাড়া বৃদ্ধি মেনে নেন নাই, সে কারণে যাত্রী-চালক ও অটোরিকশা মালিকদের সাথে কথা বলে দূরত্ব বিবেচনায় যৌক্তিক ভাড়া নির্ধারণ করতে হবে।
শেষে ইয়ূথ পিস এম্বাসেডর গ্রুপের উদ্যোগে যাত্রীদের মাঝে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে লিফলেট বিতরণ করা হয়।