দোয়ারায় যুবতীর মৃতদেহ উদ্ধার
প্রকাশিত হয়েছে : ০২ জুন ২০২৫, ৬:৩৫:৫৭ অপরাহ্ন
দোয়ারাবাজার প্রতিনিধি:
সুনামগঞ্জের দোয়ারাবাজারে রুজিনা বেগম (১৮) নামের এক যুবতীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। রুজিনা বেগম উপজেলার মান্নারগাও ইউনিয়নের জালালপুর গ্রামের আনোয়ার হোসেনের মেয়ে। তবে কি কারণে রুজিনা বেগম আত্মহত্যার পথ বেছে নিল তা জানা যায়নি।
পুলিশ ও পরিবার সুত্রে জানা যায়, রোববার রোজিনা রাতের খাবার শেষ করে তার বাবা মাসহ বসতঘরে ঘুমিয়ে পড়ে। রাত আনুমানিক ১২ টার দিকে রোজিনার ভাই সমুজ আলী বসতঘর হতে মাছ ধরার জন্য বাইরে যায়। মাছ ধরা শেষে সমুজ আলী রাত ১ টার দিকে বসতঘরে এসে দেখতে পায় তার বোন রোজিনা বসতঘরের বারান্দায় বাঁশের মাড়ইল এর সাথে ওড়না দিয়ে গলায় ফাঁস লাগিয়ে ঝুলন্ত অবস্থায় আছে। ঝুলন্ত দেখে চিৎকার দিলে পরিবারের লোকজন ও এলাকাবাসী এসে পুলিশে খবর দেন।
খবর পেয়ে সোমবার সকালে দোয়ারাবাজার থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শামছুদ্দিন খান ও এসআই মো: মিজানুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করে মৃতদেহ উদ্ধার করে প্রাথমিক সুরতহাল শেষে ময়না তদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে লাশ পাঠান।
দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: জাহিদুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।