কান্দিগাঁওয়ে ৪ মাদ্রাসায় জামায়াতের পোষাক বিতরণ
প্রকাশিত হয়েছে : ০২ জুন ২০২৫, ৯:০৯:২১ অপরাহ্ন
সিলেট সদর উপজেলার ৮নং কান্দিগাঁও ইউনিয়নের ৭নং ওয়ার্ডের চরু মীরেরগাঁও লতিফিয়া হিফজুল কোরআন মাদ্রাসা, মীরেররগাঁও (মাঝপাড়া), দারুল মদিনা তাহফিজুল কোরআন হাফিজিয়া মাদ্রাসা, সুজাতপুর হামিউস্ সুন্নাহ ইসলামিয়া মাদ্রাসা ও বাছিরপুর উম্মাহ ইনস্টিটিউট হিফজ শাখার ছাত্রদের মধ্যে পবিত্র ঈদ-উল-আজহা উপলক্ষে ঈদ উপহার হিসেবে ওয়ার্ড জামায়াতের পক্ষ থেকে পোষক বিতরণ করা হয়েছে।
রোববার দুপুরে পৃথকভাবে ওয়ার্ড সেক্রেটারি মো. রবিউল হকের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মহানগর জামায়াতের সরকারি সেক্রেটারি মাওলানা ইসলাম উদ্দিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা জামায়াতের আমীর মো. নাজির উদ্দিন, সহকারি সেক্রেটারি সাবেক ভাইস চেয়ারম্যান মো. জৈন উদ্দিন, কান্দিগাঁও ইউনিয়ন চেয়ারম্যান আব্দুল মনাফ, জালালাবাদ থানা জামায়াতের সহকারী সেক্রেটারী ওবায়দুল হক শাহীন, সালুটিকর ডিগ্রী কলেজের প্রভাষক মো. খলিল আহমদ, প্রবাসী জামায়াত নেতা হাফিজ মাওলানা মিজানুল হক, কান্দিগাঁও ইউনিয়ন জামায়াতের নায়েবে আমীর মখলিছুর রহমান ইমরান ও ফয়জুল হক, সেক্রেটারী মোঃ আব্দুল কাইয়ুম, প্রবাসী জামায়াত নেতা শামীম আহমদ প্রমুখ। বিজ্ঞপ্তি