কানাইঘাট-জকিগঞ্জের প্লাবিত এলাকা পরিদর্শনে জামায়াত নেতৃবৃন্দ
প্রকাশিত হয়েছে : ০২ জুন ২০২৫, ৯:০৯:৪৬ অপরাহ্ন
কানাইঘাট প্রতিনিধি:
উজান থেকে নেমে আসা পাহাড়ী ঢল ও বৈরী আবহাওয়ার কারণে সুরমা ও কুশিয়ারা নদীর পানি বৃদ্ধি পাওয়ায় জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ কানাইঘাট ও জকিগঞ্জের বিভিন্ন এলাকা ঘুরে দেখেছেন।
সোমবার দিনভর সিলেট-৫ আসনে আগামী জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতের মনোনীত প্রার্থী জেলা জামায়াতের নায়েবে আমীর হাফিজ মাওলানা আনোয়ার হোসেন খাঁন জামায়াতের নেতৃবৃন্দকে সাথে নিয়ে কানাইঘাটের লক্ষীপ্রসাদ পূর্ব ও লক্ষীপ্রসাদ পশ্চিম ইউনিয়ন ও পৌরসভার তলিয়ে যাওয়া বেশ কিছু এলাকা ঘুরে দেখেন এবং স্থানীয় এলাকার লোকজনদের সাথে কথা বলে বন্যা পরিস্থিতি দেখা দিলে তাদেরকে সাবধানে থাকার অনুরোধ করেন।
এছাড়াও আনোয়ার হোসেন খাঁন গত শনিবার সুরমা নদীতে ইঞ্জিন চালিত যাত্রীবাহী নৌকায় বজ্রপাতে নিহত লক্ষীপ্রসাদ পশ্চিম ইউনিয়নের উত্তর লক্ষীপ্রসাদ গ্রামের তাজুল ইসলামের পরিবারের সদস্যদের শান্তনা প্রদান করেন। নিহতের ছোট মেয়েকে সব-সময় জামায়াতে ইসলামীর পক্ষ থেকে খোঁজখবর নেয়াসহ পরিবারের পাশে থাকবেন বলে আনোয়ার হোসেন খান জানান। তার সাথে জকিগঞ্জ ও কানাইঘাট উপজেলা জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।