কানাইঘাটে বাড়ছে পানি
প্রকাশিত হয়েছে : ০২ জুন ২০২৫, ৭:৫২:৪২ অপরাহ্ন
কানাইঘাট প্রতিনিধি:
সিলেটের কানাইঘাটে পানি বৃদ্ধি পেয়ে লোকালয়ে প্রবেশ করে নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে। কানাইঘাট পয়েন্ট হয়ে সোমবার সুরমা নদীর পানি বিপদসীমার ৮৯ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। গতকালের তুলনায় সুরমা নদীর পানি কানাইঘাট পয়েন্টে ১০ সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে। ইতিমধ্যে কানাইঘাট উত্তর বাজারের গলি সুরমা নদীর পানিতে তলিয়ে গেছে। এর পূর্বে উপজেলার মন্তাজগঞ্জ বাজারসহ বেশ কয়েকটি হাটবাজার প্লাবিত হবার খবর পাওয়া গেছে। এছাড়াও উপজেলার হাওর অঞ্চলসহ প্রায় প্রত্যেকটি ফসলি মাঠ পানিতে তলিয়ে গেছে।
উপজেলা গ্যাজ রিডার জানিয়েছেন, গত কয়েক দিনের টানা বৃষ্টি আর উজান থেকে নেমে আসা পাহাড়ী ঢলের পানি ক্রমাগত বাড়ছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত সুরমা নদীর পানি কানাইঘাট পয়েন্ট হয়ে বিপদ সীমার ৮৯ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
এদিকে, উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া আক্তার সুরমা নদীর পানি অব্যাহতভাবে বেড়ে যাওয়ায় সার্বিক পরিস্থিতি মনিটরিং করছেন এবং উপজেলার লক্ষীপ্রসাদপূর্ব, লক্ষীপ্রসাদ পশ্চিম ও কানাইঘাট পৌরসভার বিভিন্ন এলাকা গত দুইদিন থেকে ঘুরে দেখেন। এ সময় তার সাথে উপস্থিত ছিলেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তাপস চক্রবর্তীসহ সংশ্লিষ্ট ইউনিয়নের জনপ্রতিনিধিবৃন্দ। এছাড়াও উপজেলার ৯ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের নৌকা প্রস্তুত করে রাখার নির্দেশনা দিয়েছেন। বন্যা পরিস্থিতি সামনে রেখে উপজেলা প্রশাসনের পক্ষে থেকে ইতিমধ্যে সকল ধরণের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে বলে তিনি জানিয়েছেন।