পিয়াইন নদীতে যুবক নিখোঁজ
প্রকাশিত হয়েছে : ০২ জুন ২০২৫, ৭:৫১:২০ অপরাহ্ন
গোয়াইনঘাট প্রতিনিধি:
গোয়াইনঘাটের জাফলং এলাকায় পিয়াইন নদীতে নৌকা থেকে পড়ে এক যুবক নিখোঁজ রয়েছে। তার নাম পাবেল মিয়া (২২)। সে উপজেলার ১১নং মধ্য জাফলং ইউনিয়নের বাউরবাগ গ্রামের করম আলীর ছেলে।
সোমবার (২ জুন) সকাল ১০টার দিকে কান্দুবস্তি এলাকায় পিয়াইন নদীর মধ্যখানে পাবেল মিয়া হঠাৎ নৌকা থেকে পড়ে গিয়ে নদীর পানিতে তলিয়ে যান। নৌকায় থাকা লোকজন তাকে উদ্ধার করতে পারেননি।
স্থানীয় লোকজন খোঁজাখুঁজি করে না পেয়ে পুলিশকে সংবাদ দিলে পুলিশ ফায়ার সার্ভিসকে খবর দেয়। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে নিখোঁজ পাবেলকে উদ্ধারে অভিযান শুরু করেন।
জাফলং বিট অফিসার জানান, নিখোঁজ পাবেল মিয়ার পরিবারের সদস্যদের সাথে কথা বলে জানা গেছে তিনি দীর্ঘদিন যাবৎ মৃগী রোগে আক্রান্ত। কিছুদিন পরপর হঠাৎ অজ্ঞান হয়ে পড়ে যান। তাকে উদ্ধারের কার্যক্রম অব্যাহত আছে।