ওসমানীনগরে প্রাথমিক শিক্ষা কর্মকর্তার মৃত্যু
প্রকাশিত হয়েছে : ০২ জুন ২০২৫, ৮:২৫:২৬ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার: সিলেটের ওসমানীনগর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. হাদিউল ইসলাম (৬৭) আকস্মিক মৃত্যুবরণ করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে সিলেটের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
জানা গেছে, সকালে সরকারি কাজে সিলেট শহর থেকে ওসমানীনগরে রওয়ানা হলে পথিমধ্যে হঠাৎ বুকে তীব্র ব্যথা অনুভব করেন। দ্রুত তাঁকে সিলেট হার্ট ফাউন্ডেশন হাসপাতালে ভর্তি করা হয়, পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
হাদিউল ইসলাম ময়মনসিংহ জেলার মদন উপজেলার গোবিন্দশ্রী গ্রামে জন্ম গ্রহণ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
ওসমানীনগর উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা সানাউল হক সানি জানান সোমবার সন্ধ্যা ৬টার দিকে হাদিউল ইসলামের লাশ গ্রামের বাড়ির উদ্দেশে পাঠানো হয়েছে। সেখানেই তাকে দাফন করা হবে।