আনসার মহাপরিচালকের পক্ষে ঈদ সামগ্রী বিতরণ
প্রকাশিত হয়েছে : ০২ জুন ২০২৫, ৯:৪১:৪৯ অপরাহ্ন
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালকের পক্ষ থেকে সিলেট জেলার ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের দলনেতা, দলনেত্রী এবং বিভিন্ন পর্যায়ের ভাতাভোগী সদস্যদের মাঝে ঈদ-উল-আজহা উপলক্ষে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। সোমবার সিলেট জেলা আনসার ভিডিপি কার্যালয়ের হলরুমে এ সামগ্রী বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আনসার ও ভিডিপি সিলেট রেঞ্জের উপ মহাপরিচালক মোঃ জিয়াউল হাসান। আরো উপস্থিত ছিলেন সিলেট জেলার জেলা কমান্ড্যান্ট শাওন আসাদ, সহকারী জেলা কমান্ড্যান্ট তানিয়া আক্তার, সার্কেল এডজুট্যান্ট ফারুক হোসেইন ও উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা গোলাম কিবরিয়া।
ঈদ উপহার সামগ্রীর মধ্যে রয়েছে ১ কেজি পোলাও চাল, ৪ প্যাকেট সেমাই, ২০০ গ্রাম গুড়ো দুধ, আধা কেজি সুজি, ২ প্যাকেট নুডুলস, ১ কেজি চিনি ও ১ লিটার তেল। বিজ্ঞপ্তি