ঈদে টানা ১০ দিন তামাবিল স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ
প্রকাশিত হয়েছে : ০২ জুন ২০২৫, ৯:২৯:১২ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সিলেটের তামাবিল স্থলবন্দরে আমদানি-রপ্তানিসহ বন্দরে অভ্যন্তরীণ সব কার্যক্রম বন্ধ ১০দিন থাকবে। তবে স্বাভাবিক থাকবে ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দুই দেশের পাসপোর্ট ধারী যাত্রী পারাপার।
সোমবার (২ জুন) সন্ধ্যায় জেলা পাথর আমদানিকারক গ্রুপের বরাত দিয়ে দৈনিক জালালাবাদকে এই তথ্য নিশ্চিত করেছেন তামাবিল স্থলবন্দরের সহকারী পরিচালক মোস্তাফিজুর রহমান।
তিনি বলেন, জেলা আমদানিকারক গ্রুপের পক্ষ থেকে তামাবিল স্টেশনে ৫ জুন থেকে ১৫ জুন পর্যন্ত আমদানি-রফতানী বন্ধ রাখার ঘোষণা দেয়া হয়েছে। তবে আমরা সরকারী খোলার দিন ১৪ জুন স্থলবন্দর চালু রাখবো।
তামাবিল স্থলবন্দর সূত্রে জানা গেছে, পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ভারতের সাথে আগামী ৫ জুন বৃহস্পতিবার থেকে ১৪ জুন শনিবার পর্যন্ত টানা ১০ দিন বন্ধ থাকবে আমদানি-রপ্তানিসহ বন্দরের সকল কার্যক্রম। আগামী ১৫ জুন রোববার থেকে পুনরায় আমদানি-রপ্তানি কার্যক্রম স্বাভাবিক ভাবে চালু করা হবে।
তবে তামাবিল ইমিগ্রেশন সূত্র জানিয়েছে, কোরবানির ঈদ উপলক্ষে এ বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও এই চেকপোস্ট দিয়ে দুই দেশের পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে।