সুরমায় বর্জ্য নিক্ষেপ : সিসিকের ৩ পরিচ্ছন্নতাকর্মী বরখাস্ত
প্রকাশিত হয়েছে : ০২ জুন ২০২৫, ৯:৩০:৫৯ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : এমনিতেই ভারী বর্ষণে যখন নগরীতে দেখা দেয় জলাবদ্ধতা, সিলেট পয়েন্টে বিপৎসীমা ছুঁই ছুঁই করছে সুরমা নদীর পানি। ঠিক সেই সময়ে সুরমা নদীতে বর্জ্য ফেলে চাকরি হারালেন সিলেট সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা শাখার একজন সুপারভাইজার ও দুইজন পরিচ্ছন্নতাকর্মী।
রোববার (১ জুন) সকাল ১১টার দিকে নগরীর ক্বিন ব্রিজ সংলগ্ন ওয়াকওয়ের উপরে দাড়িয়ে সিসিকের পরিচ্ছন্নতাকর্মীরা আবর্জনাবাহী একটি ভ্যান থেকে সরাসরি সুরমা নদীতে ময়লা ফেলছেন- এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
পরবর্তীতে এই ভিডিওর বরাতে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়। এ নিয়ে পরিবেশ কর্মীগণ কঠোর সমালোচনা করেন।
ভিডিওতে দেখা যায় সিলেট সিটি কর্পোরেশন লেখা একটি ভ্যান থেকে সিটি কর্পোরেশন লোগো লাগানো ভেস্ট পরা একজন পরিচ্ছন্নতাকর্মী আবর্জনা ফেলছেন সুরমা নদীতে। এসময় পাশে ছাতা মাথায় সিটি কর্পোরেশন লেখা রেইনকোট পড়ে দাড়িয়ে আছেন একজন সুপারভাইজার।
এ ব্যাপারে সিলেট সিটি কর্পোরেশনের প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা কর্নেল (অবঃ) মোহাম্মদ একলিম আবদীন বলেন, যখন সিটি কর্পোরেশনের সকল কর্মীরা জলাবদ্ধতা পরিস্থিতি মোকাবেলায় ড্রেন ও ছড়া পরিষ্কার রাখতে দিনরাত কাজ করছেন, তখন তিনজন পরিচ্ছন্নতাকর্মীর এমন কর্মকাণ্ড আমাদের জন্য অত্যন্ত বিব্রতকর।
তিনি বলেন, বিষয়টি আমরা অবগত হওয়া মাত্রই এই তিনজনের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছি। যেহেতু তারা মাস্টাররোলে এবং চুক্তিভিত্তিক নিয়োগপ্রাপ্ত, তাই তাদেরকে স্থায়ীভাবে বরখাস্ত করা হয়েছে। এছাড়াও সার্বিক বিষয় অনুসন্ধানের জন্য একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।