গোলাপগঞ্জে টিলাধ্বসে ব্যাপক ক্ষয়ক্ষতি : শতাধিক বাড়ী বিধ্বস্ত
প্রকাশিত হয়েছে : ০২ জুন ২০২৫, ৯:৩৮:৩৯ অপরাহ্ন
গোলাপগঞ্জ প্রতিনিধি : ভারী বর্ষণে গোলাপগঞ্জে শতাধিক স্থানে টিলা ধ্বসে ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। বিভিন্ন স্থানে টিলার মাটি রাস্তার উপর পড়ে যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হচ্ছে। ভাঙ্গন এলাকার মাটি সরানোর পর আরো বেশী মাত্রায় টিলা ভাঙ্গতে থাকে। এতে বিভিন্ন এলাকার জীবনযাত্রায় দূর্ভোগের সৃষ্টি হচ্ছে। আতংকিত লোকজনের অনেকেই বাড়ী ঘর ছেড়ে নিরাপদ আশ্রয়ে চলে গেছেন। সম্প্রতি টিলা ধ্বসে মাটি চাপায় একই পরিবারের ৪ জনের মৃত্যুতে টিলা বেষ্টিত এলাকা গুলোতে আতংক বিরাজ করছে।
খোঁজ নিয়ে জানা গেছে, গত ৩ দিন ধরে অবিরাম বৃষ্টির কারণে গোলাপগঞ্জের শতাধিক স্থানে টিলা ধসে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। অতিঝুঁকির মধ্যে রয়েছে শত শত ঘর বাড়ী। ঝুঁকিপূর্ণ এলাকাগুলোর মানুষ নিরাপদ দুরত্বে অবস্থান নেয়ার জন্য প্রশাসনের পক্ষ থেকে পরামর্শ দেয়া হয়েছে। উপজেলা সদরসহ বিভিন্ন এলাকায় মাইকিং করে লোকজনকে প্রশাসনের পক্ষ থেকে সতর্ক করা হয়েছে।
গোলাপগঞ্জে ছোট বড় প্রায় হাজার খানেক টিলা রয়েছে। বিগত দিনগুলেতে অনেকে টিলা কেটে মাটি বিক্রি করেছেন। আবার কেউ কেউ টিলার ঢালু অংশ কেটে বাড়ী ঘর নির্মান করেছেন। এতে টিলা ধ্বসের মত ঘটনা বৃদ্ধি পাচ্ছে। বেশ কিছু দিন ধরে এক শ্রেণীর অসাধু লোক টিলা কাটার প্রতিযোগিতা শুরু করায় এই সমস্যা আরো প্রকট হয়েছে। বিশেষ করে অবিরাম ভারী বৃষ্টি টিলা ধসে পড়ার বড় কারণ বলে পরিবেশবিদদের অভিমত।
চলতি সপ্তাহের অবিরাম বর্ষণে সদর ইউনিয়নের গোয়াসপুর গ্রামের যুক্তরাষ্ট্র প্রবাসী আব্দুল ওয়াহিদ সোয়া মিয়ার বাড়ীর বড় একটি অংশ পাকা দেয়াল সহ ভেঙ্গে যায়। অনুরূপভাবে ফুলবাড়ীর মধ্যপ্রাচ্য প্রবাসী রুহেল আহমদের পাকা বসত ঘরের উপর টিলা ধসে পড়লে কয়েক লক্ষ টাকার ক্ষতি হয়। এভাবে গোলাপগঞ্জে শতাধিক স্থানে টিলা ধসে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে একাধিক সূত্র নিশ্চিত করেছে। অপরদিকে ভারী বর্ষণে গোলাপগঞ্জের বিভিন্ন এলাকায় পানি জমে জণদূর্ভোগ সৃষ্টি হয়েছে। সুরমা কুশিয়ারা নদীর পানি বৃদ্ধি পাওয়ায় নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে।