দ্রুত প্রতীকসহ নিবন্ধন ফিরে পাওয়ার আশা জামায়াতের
প্রকাশিত হয়েছে : ০২ জুন ২০২৫, ৯:৫০:৪১ অপরাহ্ন
জালালাবাদ ডেস্ক : দ্রুত প্রতীকসহ নিবন্ধন ফিরে পাওয়ার আশা প্রকাশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সোমবার নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে বৈঠকের পর দলটির সহকারী সেক্রেটারি জেনারেল এএইচএম হামিদুর রহমান আযাদ সাংবাদিকদের বলেন, বৈঠকে আদালতের রায় বাস্তবায়ন নিয়ে আলোচনা করেছি। প্রতীক ও নিবন্ধন দুটোর বিষয়েই কমিশন ইতিবাচক সাড়া দিয়েছেন। আশা করি দ্রুত কোর্টের রায় বাস্তবায়ন করবে ইসি।
হামিদুর রহমান আযাদ বলেন, আদালত গতকাল রায়ে ২০১৩ সালের পূর্বে নিবন্ধনের যে অবস্থায় ছিল, সে অবস্থা ফিরিয়ে দেওয়ার জন্য আদেশ দিয়েছেন। আমরা সে জন্য ফুল কমিশনের সঙ্গে বৈঠক করেছি। বৈঠকে রায় বাস্তবায়ন নিয়ে আলোচনা করেছি। তারা ইতিবাচক সাড়া দিয়েছেন। দ্রুত রায কার্যকর করবেন বলে জানিয়েছেন। দেশ-জাতি সবাই তাকিয়ে আছে। যেন দ্রুত বাস্তবায়ন করে সেই আশা করি।
প্রতীকের বিষয়ে এই জামায়াত নেতা বলেন, ২০১৩ সালের আগের আমাদের যে অবস্থা ছিল; যেমন আমি নিজে ২০০৮ সালের নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে জয়ী হয়েছিলাম। সে অবস্থায় ফিরে যেতে হবে।
২০১৬ সালে দাঁড়িপাল্লা প্রতীক কোনো দলকে না দেওয়ার জন্য সুপ্রিম কোর্টের প্রশাসনিক অর্ডারের কী হবে-এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আদালতের রায় বড় নাকি প্রশাসনিক অর্ডার বড়।
রোববার (১ জুন) রাজনৈতিক দল হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামীর বাতিল হওয়া নিবন্ধন ফিরিয়ে দিতে নির্দেশ দেন আপিল বিভাগ। একই সঙ্গে নির্বাচন কমিশনকে অবিলম্বে এই নির্দেশনা বাস্তবায়ন করতে বলা হয়।