দেশে শান্তি ও শৃঙ্খলা ফিরিয়ে আনতে দ্রুত নির্বাচন দিন: জমিয়ত সভাপতি
প্রকাশিত হয়েছে : ০৩ জুন ২০২৫, ৬:৩৪:১৯ অপরাহ্ন
জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের নবনির্বাচিত সভাপতি শায়খুল হাদিস মাওলানা উবায়দুল্লাহ ফারুক বলেছেন, জমিয়ত ১০৬ বছর যাবত এই উপমহাদেশের রাজনৈতিক অঙ্গনে তার সাংগঠনিক কর্মকর্তা চালিয়ে যাচ্ছে। তিনি অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশ্যে বলেন, সংস্কারের নামে নির্বাচন পেছানোর দুরভিসন্ধি জাতির জন্য মঙ্গল নয় বরং দ্রুত নির্বাচন দিয়ে ক্ষমতা হস্তান্তর করেন। নির্বাচিত প্রতিনিধিরা দেশ পরিচালনা করবেন। আজকের দেশে অরাজকতা সর্বক্ষেত্রে সংকট এর মূল কারণ নির্বাচিত সরকার অনুপস্থিত। তাই দয়া করে সংস্কারের নামে নির্বাচন না করার ষড়যন্ত্র থেকে সরে আসুন। দেশে শান্তি ও শৃঙ্খলা ফিরিয়ে আনতে দ্রুত নির্বাচন দিন। তিনি সবাইকে জমিয়তের পতাকাতলে সমবেত হয়ে দেশ গঠনে অংশগ্রহণ করার আহবান জানান।
মঙ্গলবার জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ সিলেট মহানগর শাখা আয়োজিত মোটর শোভাযাত্রা পরবর্তী কোর্ট পয়েন্টে সংবর্ধনায় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
সিলেট মহানগর সভাপতি মাওলানা মোখলেসুর রহমান রাজাগঞ্জীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল মালিক চৌধুরী পরিচালনায় উপস্থিত ছিলেন জেলা উত্তরের সভাপতি মাওলানা আতাউর রহমান কোম্পানীগঞ্জী, কেন্দ্রীয় জমিয়তের যুগ্ম মহাসচিব মাওলানা খলিলুর রহমান, মেট্রোপলিটন চেম্বার অব কমার্সের সভাপতি মাওলানা খয়রুল হোসেন, কেন্দ্রীয় জমিয়তের আইন বিষয়ক সম্পাদক এডভোকেট মোহাম্মদ আলী, মহানগর সিনিয়র সহ-সভাপতি মাওলানা নিজাম উদ্দিন, প্রিন্সিপাল মাহমুদুল হাসান, মাওলানা সিরাজুল ইসলাম, দক্ষিণ জেলা সহ-সভাপতি জমিয়তের কেন্দ্রীয় নেতা মাওলানা নজরুল ইসলাম, দক্ষিণ সাংগঠনিক সম্পাদক মাওলানা আমিনুদ্দিন, উত্তর জেলার সিনিয়র সহ-সভাপতি নুর আহমদ কাসেমী, সাধারণ সম্পাদক মাওলানা এবাদুর রহমান কাসেমী, জালালাবাদ ইমাম সমিতির সাধারণ সম্পাদক মাওলানা হোসাইন আহমেদ, সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা গোলাম আম্বিয়া, মাওলানা আব্দুল্লাহ আল মামুন, মাওলানা মুসাদ্দিক আহমদ, মাওলানা মুক্তার আহমদ, মাওলানা সদরুল আমিন, মাওলানা আখতারুজ্জামান, মাওলানা হাসান আহমদ, মাওলানা ফয়সাল আহমদ, মাওলানা কবির আহমদ, এম বেলাল আহমদ চৌধুরী, মাওলানা মহিবুল্লাহ, মাওলানা লুৎফুর রহমান, যুব জমিয়ত মহানগরীর সভাপতি মাওলানা আসাদ উদ্দীন, সহসভাপতি আবু সুফিয়ান, মুজাহিদুল ইসলাম, হাফিজ শাহিদ হাতিমী, সাধারণ সম্পাদক হাফিজ আব্দুল করিম দিলদার, সিরাজুল ইসলাম, মাওলানা খলিলুল্লাহ মাহবুব, দক্ষিণ জেলা ছাত্র জমিয়ত সভাপতি কাউসার আহমদ, ছাত্র জমিয়ত মহানগর সভাপতি হাফিজ জামিল আহমদ, সাধারণ সম্পাদক আবু হানিফা সাদ, উত্তর জেলা ছাত্র জমিয়তের সভাপতি জাকির হোসাইন ও আবু তালহা তোফায়েল প্রমুখ।