দোয়ারায় অবৈধ বালু উত্তোলন বন্ধে এলাকাবাসীর মানববন্ধন
প্রকাশিত হয়েছে : ০৩ জুন ২০২৫, ৬:৩৩:৪৯ অপরাহ্ন
দোয়ারাবাজার প্রতিনিধি :
সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলাধীন লক্ষিপুর ইউনিয়নের খাসিয়ামারা নদীর পাড় কেটে অবৈধ, বেআইনি ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন বন্ধে প্রশাসনের হস্তক্ষেপের দাবিতে মানববন্ধন কর্মসূচী করেছে এলাকাবাসী।
সোমবার বিকালে উপজেলার লক্ষিপুর ইউনিয়নের খাসিয়ামারা নদীর তীরবর্তী লিয়াকতগঞ্জ বাংলাবাজারে এই মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে। ‘গ্রাম বাচাঁও, ড্রেজার হঠাও, সড়ক বাচাঁও’ এই স্লোগানে খাসিয়ামারা নদীর তীরে এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত মানববন্ধনে স্থানীয় জনপ্রতিনিধি, ব্যবসায়ী ও রাজনৈতিক নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণী পেশার লোকজন অংশগ্রহণ করেন।
এ সময় বক্তারা বলেন, জেলা প্রশাসকের কার্যালয় হতে খাসিয়ামারা নদীর বালু মহালের ইজারা প্রদান করা হয়। ইজারা প্রদানের পর থেকে ক্ষমতার দাপট দেখিয়ে নিয়মবহির্ভূতভাবে ড্রেজার মেশিন দিয়ে নদীর তীর কেটে বালু উত্তোলন করছে ইজারাদার। সরকারি নীতিমালার বাইরে অবৈধ ড্রেজার মেশিন দিয়ে খাসিয়ামারা নদীর তীরবর্তী গ্রামগুলোর পাড় কেটে বালু উত্তোলন চলছে বেপরোয়াভাবে। এতে ক্ষতিগ্রস্ত হচ্ছে এলাকাবাসী। এখানে ড্রেজার মেশিনে বালু উত্তোলনের ফলে নদী তীরবর্তী এলাকার কৃষি জমি ভাঙ্গনের মুখে। দ্রুততম সময়ের মধ্যে অবৈধ ড্রেজার মেশিনে বালু উত্তোলন বন্ধ না করলে এলাকাবাসী জনসাধারণকে নিয়ে বৃহত্তম কঠোর কর্মসূচী ঘোষণা করার হুঁশিয়ারী দিয়েছেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন দোয়ারাবাজার উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হারুন অর রশীদ, লিয়াকতগঞ্জ বাংলাবাজার পরিচালনা কমিটির সভাপতি মুর্শেদ আলম, ইউপি সদস্য ওমর গনি, তাজুল ইসলাম, রাসেল মিয়া, কাউসার আলম, জামাল হোসেন, নাছির উদ্দিন, নুরুল আমিন, কামাল হোসেন, শাহআলম, শফিকুল ইসলাম, আনোয়ার হোসেন, মনির হোসেন, হোসেম আলী ও ইব্রাহীম আলী।
এ বিষয়ে দোয়ারাবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা অরুপ রতন সিংহ বলেন, ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন নিয়মবহির্ভূত। বালু মহাল ইজারা নীতিমালার বাহিরে গিয়ে বালু উত্তোলনের কোন সুযোগ নেই। এলাকা রক্ষার্থে স্থানীয়দের সহযোগিতা নিয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।