গোয়াইনঘাটে মা ও শিশু সহায়তা কর্মসূচির প্রশিক্ষণ
প্রকাশিত হয়েছে : ০৩ জুন ২০২৫, ৬:৩৫:৫৪ অপরাহ্ন
গোয়াইনঘাট প্রতিনিধি:
সিলেটের গোয়াইনঘাটে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কার্যালয়ের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে মা ও শিশু সহায়তা কর্মসূচির বাস্তবায়ন নির্দেশিকা ২০২৪ বিষয়ক উপজেলা কমিটির প্রশিক্ষণ।
৩ জুন বেলা পৌণে দু’টায় উপজেলা কনফারেন্স রুমে মহিলা বিষয়ক কর্মকর্তা তাসলিমার সভাপতিত্বে সভায় রিসোর্সপার্সন হিসাবে বক্তব্য রাখেন ইউএনও রতন কুমার অধিকারী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ডাঃ কামরুন নাহার লিজা, কৃষিবীদ রায়হান পারভেজ, পিআইও বাধন সরকার, প. প. কর্মকর্তা বদরুল ইসলাম।
সভায় কর্মসূচি বাস্তবায়নে অংশগ্রহণকারী সুধীজন তাদের মতামত ব্যক্ত করে লিখিত পরামর্শ দেন। সভায় বিভিন্ন বিভাগীয় কর্মকর্তা, ইউপি চেয়ারম্যান ও সচিববৃন্দ, স্থানীয় সাংবাদিকবৃন্দ, মহিলা জনপ্রতিনিধি ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।