লিডিং ইউনিভার্সিটির ক্লাব উপদেষ্টাদের সাথে উপাচার্যের মতবিনিময়
প্রকাশিত হয়েছে : ০৩ জুন ২০২৫, ৯:২৫:০১ অপরাহ্ন
লিডিং ইউনিভার্সিটির বিভিন্ন ক্লাব এবং অ্যাসোসিয়েশনের উপদেষ্টাদের সাথে মতবিনিময় করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ তাজ উদ্দিন। সোমবার সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের বোর্ডরুমে অনুষ্ঠিত মতবিনিময় সভায় তিনি বলেন, লিডিং ইউনিভার্সিটির ১৫টি ক্লাব এবং অ্যাসোসিয়েশন সবসময়ই বিভিন্ন ধরনের অনুষ্ঠান এবং কর্মসূচি পালন করে আসছে। খেলাধুলা, গবেষণা, দেশের সংস্কৃতি এবং কৃষ্টি কালচার বিষয়ে অনুষ্ঠানমালা থেকে শুরু করে সমাজের দুস্থ ও অসহায়দের সহায়তা এবং দেশের বিভিন্ন দুর্যোগে বছরের প্রায় সবসময় আলাদাভাবে কর্মসূচি পালনের জন্য তিনি ক্লাব উপদেষ্টাদেরকে পরামর্শ প্রদান করেন।
মতবিনিময় সভায় লিডিং ইউনিভার্সিটির রেজিস্ট্রার মো. মফিজুল ইসলাম, প্রক্টর ও লিডিং ইউনিভার্সিটি স্পোর্টস ক্লাবের উপদেষ্টা মো. মাহবুবুর রহমানসহ বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাব এবং অ্যাসোসিয়েশনের উপদেষ্টাগণ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি