সাইক্লোনের সাহিত্য আসর অনুষ্ঠিত
প্রকাশিত হয়েছে : ০৩ জুন ২০২৫, ৯:২৩:১৯ অপরাহ্ন
সিলেটের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতির নিজস্ব স্বকীয়তার একটি বড় উদাহরণ সিলেটি নাগরীলিপি। বাংলা ভাষায় বাংলা বর্ণমালার পাশাপাশি আরেকটি বর্ণমালা হচ্ছে সিলেটি নাগরী লিপি। আমাদের ঐতিহ্যঘন এই সম্পদকে সুরক্ষা, পঠন-পাঠনের এবং এ বর্ণে মুদ্রিত পুঁথি সাহিত্যের প্রসার ও উন্নয়নে সিলেটি নাগরী লিপির সর্বোচ্চ গুরুত্ব দেয়া উচিত। লিপিটির চর্চা ও গবেষণা হলে অনাবিষ্কৃত অনেক পুঁথি উদ্ধার সম্ভব; যার মাধ্যমে আমাদের ইতিহাস ঐতিহ্য নতুন করে বিনির্মাণ হবে।
সাইক্লোন কেন্দ্রীয় সংসদের ৩০৯ তম সাহিত্য আসরে সিলটি ল্যাংগুয়েজ ডট নেট-এর সহযোগিতায় ‘ছিলটি নাগরী চর্চা ও ভবিষৎ’ শীর্ষক আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে ডা. মোহাম্মদ জহিরুল ইসলাম অচিনপুরী একথা বলেন।
মুসলিম সাহিত্য সংসদের সাহিত্য আসরকক্ষে সোমবার রাতে সাইক্লোনের সহ-সভাপতি ঔপন্যাসিক আলেয়া রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন যুক্তরাজ্যের ছিলটি নাগরীপ্রেমী মোহাম্মদ মামুনুল ইসলাম। অনুষ্ঠানে মূল প্রবন্ধ পাঠ করেন সাইক্লোন সভাপতি মোয়াজ আফসার এবং স্বাগত বক্তব্য রাখেন বাসস সিলেট ব্যুরো চিফ সেলিম আউয়াল।
সাইক্লোনের সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক তাসলিমা খানম বীথি’র সঞ্চালনায় আলোচক হিসেবে বক্তব্য রাখেন গবেষক ও ব্যাংকার মোশতাক চৌধুরী, বাংলাদেশ ব্যাংকের জিডিএম জাবেদ আহমদ, কবি মুহিত চৌধুরী, সাইক্লোনের সাধারণ সম্পাদক প্রভাষক ইশরাক জাহান জেলী। অনুষ্ঠানে সিলেটি গান পরিবেশন করেন কবি ছয়ফুল আলম পারুল, গীতি কবি ওমর ফারুক, নাসরিন সুলতানা এবং লেখা পাঠ করেন কবি কামাল আহমদ, জুবের আহমদ সার্জন, ছড়াকার আব্দুস সামাদ। বিজ্ঞপ্তি