বিসিএস ফল প্রকাশে পিএসসির রোডম্যাপ প্রকাশ
প্রকাশিত হয়েছে : ০৩ জুন ২০২৫, ৮:২২:২০ অপরাহ্ন
জালালাবাদ ডেস্ক: সরকারি চাকরিপ্রত্যাশীদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটাতে চলেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। চলমান বিসিএস প্রক্রিয়ার জট নিরসন এবং ফল প্রকাশে সময়ক্ষেপণ কমানোর লক্ষ্যে ৫ বিসিএসের ফল প্রকাশে রোডম্যাপ দিয়েছে কমিশন।
মঙ্গলবার পিএসসির জনসংযোগ কর্মকর্তা এস এম মতিউর রহমানের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এই রোডম্যাপ অনুযায়ী ৪৪তম, ৪৫তম এবং ৪৮তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ করা হবে যথাক্রমে ৩০ জুন, ১০ ডিসেম্বর এবং ২২ সেপ্টেম্বর।
পিএসসি জানায়, নির্ধারিত সময় অনুযায়ী ফল প্রকাশ নিশ্চিত করতে ৪৫তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল ১৯ জুন প্রকাশ করা হবে এবং একইসঙ্গে মৌখিক পরীক্ষার সময়সূচি ঘোষণা করা হবে। যেসব প্রার্থীর একাধিক বিসিএস পরীক্ষার সময়সূচি ওভারল্যাপ করতে পারে—তাদের জন্য কমিশন পৃথক ব্যবস্থা নিয়েছে। ৪৫তম বিসিএসের মৌখিক পরীক্ষা, যদি কারও ৪৬তম বিসিএসের লিখিত বা ৪৭তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার সঙ্গে মিলে যায়, তাহলে সেই প্রার্থীর মৌখিক পরীক্ষা নির্ধারিত হবে সংশ্লিষ্ট পরীক্ষার এক মাস পূর্বে বা পরে।
চিকিৎসক সংকট মোকাবিলায় সবচেয়ে বেশি গুরুত্ব পাচ্ছে ৪৮তম বিসিএস (বিশেষ)। সরকার ইতোমধ্যে ২৭ মে ২০২৫ তারিখে এই বিসিএসের গেজেট প্রকাশ করেছে এবং মাত্র দুই দিনের ব্যবধানে, ২৯ মে, এর বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এই বিশেষ বিসিএসের এমসিকিউ টাইপ লিখিত পরীক্ষা হবে ১৮ জুলাই এবং ফলাফল প্রকাশ করা হবে ২১ জুলাই। এরপর চূড়ান্ত ফল প্রকাশ করা হবে ২২ সেপ্টেম্বর।
এছাড়া ৪৭তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা হবে আগামী ১৯ সেপ্টেম্বর এবং লিখিত পরীক্ষা শুরু হবে ২৭ নভেম্বর থেকে। পিএসসি জানায়, নিয়মিত বিসিএসের ক্ষেত্রে বিজ্ঞপ্তির দুই মাস পর প্রিলিমিনারি পরীক্ষা এবং প্রিলিমিনারির ফল প্রকাশের দুই মাস পর লিখিত পরীক্ষা নেওয়া হবে। তবে অনিবার্য কারণে নির্ধারিত সময়সূচি কিছুটা পরিবর্তন হতে পারে বলে জানায় কমিশন, তবে বাস্তবায়নে সর্বোচ্চ প্রচেষ্টা অব্যাহত থাকবে বলে আশ্বাস দেওয়া হয়েছে।