ঠেকানো যাচ্ছে না ‘পুশ ইন’, দিল্লিকে ফের চিঠি দেবে ঢাকা
প্রকাশিত হয়েছে : ০৩ জুন ২০২৫, ৯:১২:৩৬ অপরাহ্ন
জালালাবাদ ডেস্ক: ভারতে অবৈধ অভিবাসী হিসেবে আটকের পর তাদের বাংলাদেশে ‘পুশ ইন’ করছে দেশটির সীমান্তরক্ষী ও আইনশৃঙ্খলা বাহিনী, যা ঠেকানো যাচ্ছে না। আর এটি পুরোপুরি ঠেকানো সম্ভব নয় বলেও মনে করে ঢাকা। তাই আলোচনার মাধ্যমে বিষয়টি সুরাহার দিকে মনোযোগ সরকারের। চলতি মাসের শুরুতে দিল্লিকে এ ব্যাপারে চিঠি দিয়েও কোনো লাভ হয়নি। এ অবস্থায় দিল্লিকে ফের চিঠি দেওয়ার সিন্ধান্ত নিয়েছে ঢাকা। মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সাংবাদিকদের বিয়টি নিশ্চিত করেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন।
সর্বশেষ ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ ময়মনসিংহ, চাঁপাইনবাবগঞ্জ ও পঞ্চগড় জেলার সীমান্ত দিয়ে বাংলাদেশে আরও ৫৬ জনকে ঠেলে পাঠিয়েছে। সোমবার গভীর রাত ও মঙ্গলবার ভোরে এই তিন সীমান্ত থেকে তাদের আটক করে বর্ডার গার্ড বাংলাদেশ। ভারত-পাকিস্তান সংঘাতের পর থেকেই অবৈধ নাগরিক হিসেবে আটকদের বাংলাদেশে পুশ ইন বাড়িয়েছে ভারত।
দেশটির গণমাধ্যমের খবর অনুযায়ী, ‘অপারেশন সিঁদুর’ নাম দিয়ে পাকিস্তানে হামলা চালানোর পর ভারত এ পর্যন্ত দুই হাজারের বেশি মানুষকে বাংলাদেশে ‘পুশ ইন’ (ঠেলে পাঠানো) করেছে। এ অবস্থায় ভারতকে ফের চিঠি দেওয়ার সিদ্ধান্ত নিলো ঢাকা। এ ব্যাপারে পররাষ্ট্র উপদেষ্টা সাংবাদিকদের বলেন, “ভারত থেকে পুশ ইন ঠেকানো সম্ভব না, আজ-কাল আবার চিঠি দেবে বাংলাদেশ।” তিনি আরও বলেন, “পুশ ইন নিয়ে ভারতকে চিঠি দেওয়ার বিষয়ে কনস্যুলার সংলাপও করতে পারে।”