বিয়ানীবাজারে জমি নিয়ে বিরোধে আহতের মৃত্যু
প্রকাশিত হয়েছে : ০৩ জুন ২০২৫, ৯:১৬:৫৬ অপরাহ্ন
বিয়ানীবাজার প্রতিনিধি:
সিলেটের বিয়ানীবাজারে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে আপন ভাই ভাতিজার হাতে লাঞ্ছিত হয়ে চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। মঙ্গলবার ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে তিন সপ্তাহ ধরে চিকিৎসাধীন অবস্থায় মৃতুবরন করেন। নিহত ফয়জুর রহমান মাখন (৪২) উপজেলার লাউতা ইউনিয়নের বাহাদুরপুর উত্তর গাংপার এলাকার মৃত রোশন আলীর ছেলে। তিনি পেশায় একজন রাজমিস্ত্রী।
জানা যায়, গত ১১ মে ফয়জুর রহমান মাখন নিজ ঘরের পাশে আরেকটি কক্ষ নির্মাণের সময় জায়গা নিয়ে বিরোধের জেরে আপন ভাই, ভাতিজার সাথে বাকবিতণ্ডার এক পর্যায়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। সংঘর্ষের এক পর্যায়ে তার মাথায় আঘাত লাগলে ফয়জুর রহমান মাখন মাটিতে লুটিয়ে পড়েন। আহত অবস্থায় প্রথমে বিয়ানীবাজার স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে উন্নত চিকিৎসার জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছিলো। সেখানেই তিনি মৃত্যুবরণ করেন।
এদিকে, হামলার ঘটনায় বিয়ানীবাজার থানায় মামলা হলে পুলিশ তাৎক্ষণিক একজন বাদে এজাহারনামীয় আসামীদের আটক করে আদালতে প্রেরণ করে। আটককৃতরা হলো- নিহতের ভাই রফিক উদ্দিন কটই (৪৬), তার স্ত্রী পারভীন (৩৮), ছেলে রাহেল (২২) এবং হামেদ ( ২০)। বর্তমানে জামিনে বের হয়ে স্ত্রী পারভীন ও ছেলে রাহেল পলাতক রয়েছেন।
বিয়ানীবাজার থানার ওসি আশরাফুজ্জান বলেন, এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। বর্তমানে এক ছেলেসহ রফিক উদ্দিন কটই জেল হাজতে রয়েছেন।