সিলেটে মে মাসে ৩৩ দুর্ঘটনায় নিহত ৩৪
প্রকাশিত হয়েছে : ০৩ জুন ২০২৫, ৯:৪২:৪৩ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : গত মে মাসে সিলেট বিভাগে সড়ক দুর্ঘটনায় ৩৪ জনের প্রানহানি ঘটেছে। এই সময়ে আহত হয়েছেন আরও ৮২ জন। মঙ্গলবার (৩ জুন) নিরাপদ সড়ক চাই (নিসচা) সিলেট বিভাগীয় কমিটি গত মে মাসে সড়ক দুর্ঘটনার এই প্রতিবেদন প্রকাশ করেছে।
এতে উল্লেখ করা হয়, মে মাসে সিলেট বিভাগে ৩৩টি সড়ক দুর্ঘটনায় ৩৪ জন নিহত ও ৮২ জন আহত হয়েছেন। নিহতের মধ্যে ১১ জন পথচারী রয়েছেন।
জেলাওয়ারী পরিসংখ্যান অনুযায়ী সবচেয়ে বেশি সড়ক দুর্ঘটনা সংঘটিত হয়েছে সিলেট জেলায় ও কম হয়েছে সুনামগঞ্জ জেলায়।
মে মাসে সিলেট জেলায় ১৮টি সড়ক দুর্ঘটনায় ১৮ জন নিহত ও ২৭ জন আহত হয়েছেন। সুনামগঞ্জ জেলায় ৪টি সড়ক দুর্ঘটনায় ৪ জন নিহত ও ২ জন আহত হয়েছেন। তাছাড়াও মৌলভীবাজার জেলায় ৫টি সড়ক দুর্ঘটনায় ৪ জন নিহত ও ১১ জন আহত হয়েছেন ও হবিগঞ্জ জেলায় ৬টি সড়ক দুর্ঘটনায় ৮ জন নিহত ও ৪২ জন আহত হয়েছেন।
প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, মে মাসে সড়ক দুর্ঘটনায় নিহতের মধ্যে ১০ জন মোটরসাইকেল চালক ও আরোহী, সিএনজিচালিত অটোরিকশা ও লেগুনা চালক-আরোহী ৪ জন ও ১১ জন পথচারী রয়েছেন। এছাড়া নিয়ন্ত্রণ হারিয়ে গাড়ি উল্টে ৩টি দুর্ঘটনায় ২ জন, মুখোমুখি সংঘর্ষে ১০টি দুর্ঘটনায় ১০ জন, বৈদ্যুতিক খুঁটি ও গাছের সঙ্গে ধাক্কায় ৩টি দুর্ঘটনায় ৫ জন নিহত হয়েছেন। এছাড়া এসব দুর্ঘটনায় ৯ জন চালক নিহত হয়েছেন। নিহত ৩৪ জনের মধ্যে ২৭ জন পুরুষ, ৩ জন নারী ও ৪ জন শিশু রয়েছেন।
নিসচা সিলেট বিভাগীয় সদস্য সচিব ও জেলা আহবায়ক জহিরুল ইসলাম মিশু এ তথ্য নিশ্চিত করে জানান, এপ্রিল মাসের তুলনায় মে মাসে সড়ক দুর্ঘটনা ও প্রাণহানির বেড়েছে। এপ্রিল মাসে সিলেট বিভাগে ২৯টি সড়ক দুর্ঘটনায় ৩০ জন নিহত ও ৪২ জন আহত হয়েছিলেন। আর মে মাসে ৩৩টি সড়ক দুর্ঘটনায় ৩৪ জন নিহত ও ৮২ জন আহত হয়েছেন।