ড. ইউনূনের সাথে লুইসের সাক্ষাত : সংস্কারে জাতিসংঘের ‘সংহতি পুনর্ব্যক্ত’
প্রকাশিত হয়েছে : ০৩ জুন ২০২৫, ১০:০০:৪৮ অপরাহ্ন
জালালাবাদ ডেস্ক : বাংলাদেশের সংস্কার ও এলডিসি থেকে উত্তরণে জাতিসংঘের ‘সংহতি পুনর্ব্যক্ত’ করেছেন সংস্থাটির আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইস। মঙ্গলবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎকালে তিনি এ সমর্থনের কথা তুলে ধরেন।
বৈঠক শেষে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতিসংঘ প্রতিনিধি অন্তর্র্বতী সরকারের সঙ্গে চলমান সহযোগিতার প্রশংসা করেন। বাংলাদেশের উন্নয়ন ও সংস্কার অগ্রযাত্রা আরও গতিশীল করতে দুই পক্ষের মধ্যে বিস্তারিত আলোচনা হয়।
সরকারের বিভিন্ন সংস্কারমূলক উদ্যোগে জাতিসংঘ কীভাবে আরও কার্যকরভাবে সহযোগিতা করতে পারে, সে বিষয়েও বৈঠকে মতবিনিময় হয়।
আবাসিক সমন্বয়কারী বলেন, স্বল্পোন্নত দেশের তালিকা থেকে উত্তরণ প্রক্রিয়ায় বাংলাদেশ ইতোমধ্যে যেসব গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে, তা জাতিসংঘ গভীরভাবে লক্ষ্য করছে এবং এতে সংস্থাটি সন্তুষ্ট।
বৈঠকে রোহিঙ্গা সংকট এবং সংকট মোকাবেলায় আন্তর্জাতিক অর্থায়নের সংকোচনের প্রভাব নিয়েও আলোচনা হয়। বিশেষ করে শরণার্থী শিবিরে শিক্ষা ও জরুরি সেবাখাতে অর্থায়ন কমে যাওয়ার ঝুঁকি নিয়ে উভয়ে উদ্বেগ প্রকাশ করেন।
প্রধান উপদেষ্টা বলেন, এই সংকট মোকাবেলায় আন্তর্জাতিক সম্প্রদায়ের টেকসই সহায়তা ও বাড়তি অর্থনৈতিক সহযোগিতা অত্যন্ত জরুরি। তিনি বলেন, প্রয়োজনীয় অর্থায়ন নিশ্চিত করে রোহিঙ্গাদের সুরক্ষায় বাংলাদেশের প্রচেষ্টা আরও জোরদার করা সম্ভব।