অবশেষে মাথিউরা ইউনিয়ন পরিষদে প্রশাসক নিয়োগ
প্রকাশিত হয়েছে : ০৪ জুন ২০২৫, ৭:৫৫:৩৫ অপরাহ্ন
বিশেষ প্রতিনিধি :
অবশেষে মাথিউরা ইউনিয়ন পরিষদ পরিচালনার জন্য প্রশাসক নিয়োগ দেয়া হয়েছে। গত ১৯ মে স্থানীয় সরকার বিভাগ থেকে মাথিউরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আমান উদ্দিনকে সাময়িক বরখাস্ত করায় চেয়ারম্যানের পদ শূন্য হয়ে পড়ে। এ সময় স্থানীয় বিএনপির সেক্রেটারি সরোয়ার হোসেন ক্ষমতার বলে তার ভাই আলতাফ হোসেনকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান ঘোষণা দিয়ে চেয়ারম্যানের চেয়ারে বসিয়ে দেন। এ নিয়ে এলাকায় দেখা দেয় উত্তেজনা। এলাকাবাসী মানববন্ধনসহ নানা কর্মসূচি বাস্তবায়ন করেন। ইউনিয়ন পরিষদের ৬ জন সদস্য আলতাফ হোসেনের বিরুদ্ধে জেলা প্রশাসক বরাবরে সৃষ্ট অচলাবস্থা নিরসনের জন্য আবেদনও করেন।
বাস্তব অবস্থা নিয়ে দৈনিক জালালাবাদ ধারাবাহিক সংবাদ প্রকাশ করে। যা প্রশাসনের নজরে আসলে গঠন করা হয় তদন্ত কমিটি। আর এই কমিটি সরেজমিন তদন্ত করে বিষয়টির সত্যতা পায় এবং চেয়ারম্যানের কার্যালয় তালাবদ্ধ করে আসেন। এ অবস্থায় জন সাধারণের ভোগান্তি দূর ও সেবা প্রদানের লক্ষে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোহাম্মদ মবিন হাইকে দায়িত্ব প্রদান করা হয়।
সিলেটের জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদ এক প্রজ্ঞাপনের মাধ্যমে ৪ জুন (বুধবার) উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তাকে মাথিউরা ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে নিয়োগ প্রদান করেন।
উল্লেখ্য, এ অবস্থা নিরসনের জন্য গত ২৪ মে ৩ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছিল। এ কমিটি গত ২৮ মে তদন্ত প্রতিবেদন দাখিল করে।
উজ্জল