মৌলভীবাজারে সুশীল সমাজের সাথে ডিসির মতবিনিময়
প্রকাশিত হয়েছে : ০৪ জুন ২০২৫, ৭:৫৬:২৫ অপরাহ্ন
মৌলভীবাজার প্রতিনিধি:
পবিত্র ঈদুল আযহা, বন্যা পরিস্থিতি ও সমসাময়িক বিষয় নিয়ে সুশীল সমাজ ও সাংবাদিকদের সাথে মৌলভীবাজার জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসক সম্মেলনকক্ষে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোঃ ইসরাইল হোসেন। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট বুলবুল আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক তানভীর হোসেন, সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৈশলী মোঃ কায়সার হামিদ, এলজিইডির নির্বাহী প্রকৌশলী আহমেদ আল্লাহ, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী খালেদ বিল অলীদ।
বক্তব্য রাখেন জেলা জামায়াতের সেক্রেটারি মোঃ ইয়ামীর আলী, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মোঃ ফখরুল ইসলাম, মৌলভীবাজার প্রেসক্লাবের আহবায়ক বকশি ইকবাল আহমদ, সাধারণ সম্পাদক সৈয়দ হুমায়েদ আলী শাহীন, সাবেক সাধারণ সম্পাদক এসএম উমেদ আলী, সাবেক সভাপতি আব্দুস সালাম, সাংবাদিক মোঃ আব্দুল ওয়াদুদ ও হোসাইন আহমদ প্রমুখ।