জামালগঞ্জ উত্তর ইউনিয়নে বিএনপির কর্মী সমাবেশ
প্রকাশিত হয়েছে : ০৪ জুন ২০২৫, ৮:০১:৩০ অপরাহ্ন
জামালগঞ্জ প্রতিনিধি:
সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী সাচনাবাজার বটতলায় জামালগঞ্জ উত্তর ইউনিয়ন বিএনপির কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকেলে উপজেলা বিএনপির উদ্যোগে ও জামালগঞ্জ উত্তর ইউনিয়ন বিএনপির আয়োজনে বিএনপির কর্মী সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির আহবায়ক মো: শফিকুর রহমান। বক্তব্য রাখেন যুগ্ম আহবায়ক আব্দুল মালিক, যুগ্ম আহবায়ক আজিজুর রহমান, আহবায়ক কমিটির সদস্য এমদাদুল হক আফিন্দী, আজাদ হোসেন বাবলু, জুলফিকার চৌধুরী রানা, মোহাম্মদ আলী, অ্যাডভোকেট শাহিনুর রহমান, এডভোকেট রেজাউল করিম, গোলাম রব্বানী আফিন্দী, ফরিদ মিয়া তালুকদার, আলী আক্কাস মুরাদ, ইকবাল হাসান ও নূরে আলম ফরাজি প্রমুখ।
বক্তারা স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আর্দশ বুকে ধারন করে সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে ঐক্যবদ্ধ হয়ে দলের জন্য, দেশ ও জনগণের কল্যাণে কাজ করার আহবান জানান।