সিলেটবাসীকে মহানগর জামায়াতের ঈদুল আযহার শুভেচ্ছা
প্রকাশিত হয়েছে : ০৪ জুন ২০২৫, ৮:০৭:৩৭ অপরাহ্ন
পবিত্র ঈদুল আযহা উপলক্ষে সিলেট মহানগরবাসীকে শুভেচ্ছা ঈদ মুবারক জানিয়েছেন সিলেট মহানগর জামায়াত নেতৃবৃন্দ।
এক শুভেচ্ছা বার্র্তায় জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম, নায়েবে আমীর ড. নূরুল ইসলাম বাবুল ও সেক্রেটারী মোহাম্মদ শাহজাহান আলী সিলেটবাসীকে শুভেচ্ছা জানিয়ে বলেন, ত্যাগই হচ্ছে পবিত্র ঈদুল আযহার মহাত্ম। ঈদুল আযহা আমাদেরকে সামাজিক বৈষম্য দূরীকরণ, শোষণমুক্ত ও ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় কুরবানীর অনুপ্রেরণা দেয়। ত্যাগ ও কুরবানীর মানসিকতা নিয়ে ব্যক্তিগত, সমাজিক ও রাষ্ট্রীয় পর্যায়ে ন্যায় এবং ইনসাফ প্রতিষ্ঠার মাধ্যমে ইসলামকে পরিপূর্ণভাবে অনুসরণ করতে হবে। আর এর মাধ্যমেই কেবল মহান আল্লাহ তায়ালার সন্তুষ্টি অর্জন করা সম্ভব। চব্বিশের জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আওয়ামী ফ্যাসিবাদের পতনের পর শান্তিপূর্ণ পরিবেশে আমরা ঈদুল আযহা পালন করতে পারছি। ঈদুল আযহার এই দিনে জুলাই-আগস্ট বিপ্লবের শহীদ ও আহতদের পরিবারের পাশে দাঁড়ানো ও ঈদ আনন্দে শামিল করতে সবাইকে এগিয়ে আসতে হবে। সর্বোচ্চ ত্যাগ স্বীকারের মাধ্যমে পারস্পরিক সহযোগিতা নিয়ে সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানোর মাধ্যমে সবাইকে ঈদ আনন্দে শামিল করার মহৎ কাজে এগিয়ে আসুন। সবাইকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা। ঈদ মোবারক। বিজ্ঞপ্তি