বড়লেখায় এসিল্যান্ডের বদলিজনিত সংবর্ধনা
প্রকাশিত হয়েছে : ০৪ জুন ২০২৫, ৮:৫৮:১৬ অপরাহ্ন
বড়লেখা প্রতিনিধি :
বড়লেখা সহকারি কমিশনার (ভূমি) মোহাম্মদ আসলাম সারোয়ার মৌলভীবাজার সদর উপজেলায় সহকারি কমিশনার (ভূমি) হিসেবে বদলি হয়েছেন। বুধবার বড়লেখায় তার শেষ কর্মদিবসে উপজেলা অফিসার্স ক্লাব তাকে বিদায় সংবর্ধনা দিয়েছে।
২০২৪ সালের ১৭ এপ্রিল তিনি বড়লেখায় সহকারি কমিশনার (ভূমি) হিসেবে যোগদান করেন। এখানে ১ বছর ১ মাস ১৭ দিন কর্মকালিন তিনি প্রায় সাড়ে চার মাস ইউএনও’র (অতিরিক্ত) এবং শেষ কর্মদিবস পর্যন্ত বড়লেখা পৌর প্রশাসকের দায়িত্ব পালন করেন।
ইউএনও তাহমিনা আক্তারের সভাপতিত্বে ও অফিসার্স ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক উপজেলা জনস্বাস্থ্য সহকারি প্রকৌশলী মঈন উদ্দিনের সঞ্চালনায় উপজেলা পরিষদ সেমিনারকক্ষে অনুষ্ঠিত সংবর্ধনা সভায় সংবর্ধিত অতিথির বক্তব্য দেন বিদায়ী এসিল্যান্ড মোহাম্মদ আসলাম সারোয়ার।
অন্যান্যের মধ্যে বক্তব্য দেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফেরদৌস আক্তার, উপজেলা কৃষি অফিসার মনোয়ার হোসেন, থানার ওসি মো. আবুল কাশেম সরকার, উপজেলা প্রকৌশলী প্রিতম সিকদার জয়, বড়লেখা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রব, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রাশেদুজ্জমান বিন হাফিজ, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মিসবাহ উদ্দিন আফজল, উপজেলা সমাজসেবা কর্মকর্তা প্রানেশ চন্দ্র বর্মা, সহকারি বন সংরক্ষক রেজাউল মৃধা, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা সীমা সিদ্দিকা প্রমুখ।