প্রতিবন্ধীদের উন্নয়নে প্রবাসীদের অবদান অনস্বীকার্য : কয়েস লোদী
প্রকাশিত হয়েছে : ০৪ জুন ২০২৫, ৮:৫৯:৫৭ অপরাহ্ন
সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী বলেছেন, প্রতিবন্ধী মানুষের কল্যাণ ও জীবনমান উন্নয়নে প্রবাসী বাংলাদেশীরা সহযোগিতার মাধ্যমে অগ্রণী ভূূমিকা রাখছেন। তারা প্রবাসে থেকেও রহমানিয়া প্রতিবন্ধী কল্যাণ ফাউন্ডেশনের মাধ্যমে দরিদ্র, অসহায়, প্রতিবন্ধী ও দুস্থ মানুষদের সর্বদা সাহায্য সহযোগিতা করে যাচ্ছেন। যা নিঃসন্দেহে মহতি ও প্রশংসনীয় উদ্যোগ।
তিনি বলেন, যারা নিঃস্বার্থে প্রতিবন্ধী মানুষের সেবা ও কল্যাণে কাজ করেন তারাই প্রকৃত দেশপ্রেমিক। তিনি প্রবাসীদের মতো সমাজের বিত্তবানসহ সর্বমহলকে প্রতিবন্ধী মানুষের কল্যাণে এগিয়ে আসার আহবান জানান।
তিনি বুধবার বিকেলে নগরীর পাঠানটুলাস্থ গোয়াবাড়ী বাজার সংলগ্ন দক্ষিণের মাঠে রহমানিয়া প্রতিবন্ধী কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে ফাউন্ডেশনের ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী ও প্রবাসী ব্যক্তির আর্থিক সহায়তায় পবিত্র ঈদুল আযহা উপলক্ষে প্রতিবন্ধী অসহায় মানুষদের মধ্যে নগদ অর্থ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
রহমানিয়া প্রতিবন্ধী কল্যাণ ফাউন্ডেশন সিলেটের প্রতিষ্ঠাতা সভাপতি আতাউর রহমান খান শামছু এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আল-আমিন আহমদ নাঈম এর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন গ্রীন ডিসএ্যাবল্ড ফাউন্ডেশন (জিডিএফ) এর মহাসচিব ও নির্বাহী পরিচালক মো. বায়জিদ খান, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবকদল সিলেট মহানগরের যুগ্ম আহবায়ক আজিজ খান সজিব। স্বাগত বক্তব্য রাখেন রহমানিয়া প্রতিবন্ধী কল্যাণ ফাউন্ডেশনের কার্যনির্বাহী সদস্য রোকেয়া বেগম। বক্তব্য রাখেন সেবার আলো প্রতিবন্ধী ফাউন্ডেশনের সভাপতি আলমাছ মিয়া।
উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের সদস্য শাহরিয়ার রহমান শিশির, মিজানুর রহমান ছামি, ফজলে রাব্বি, হুসাইন আহমদ, সিলেট স্যোশাল ওয়ার্কার্সের সভাপতি রাশেদ আহমেদ, সাধারণ সম্পাদক নাদেল আহমদ, সদস্য নিয়াজ আরাভ, রুমকি আক্তার, তানিসা আক্তার, আনিকা আক্তার প্রমুখ। অনুষ্ঠানে প্রতিবন্ধী ও অসহায় ১০০ পরিবারের মধ্যে নগদ অর্থ বিতরণ করেন অতিথিবৃন্দ। বিজ্ঞপ্তি