ঈদের আগে ব্যাংকিং লেনদেনের চাপ
প্রকাশিত হয়েছে : ০৪ জুন ২০২৫, ৯:১৬:৫৫ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : পবিত্র ঈদুল আজহার উপলক্ষে ব্যাংকগুলোর শাখা থেকে নগদ টাকা তোলা ও অন্যান্য ব্যাংকিং লেনদেনের চাপ বেড়েছে। গতকাল বুধবার (৪ জুন) ছুটি শুরুর আগে শেষ কর্মদিবস ছিল ব্যাংকে। ফলে সিলেট নগরীর বিভিন্ন ব্যাংকের শাখায় গ্রাহকদের বাড়তি ভিড় ছিল।
ব্যাংক কর্মকর্তারা জানিয়েছেন, নিয়মিত কর্মদিবসের তুলনায় গতকাল বুধবার (৪ জুন) লেনদেন বেড়েছে ২৫ শতাংশ। নগরের বিভিন্ন ব্যাংকের শাখাগুলোয় ক্যাশ কাউন্টারে লম্বা লাইন দেখা যায়। অনেকে নতুন নকশার নোট সংগ্রহের জন্য ব্যাংকেও যান। কিন্তু সরবরাহ সীমিত থাকায় সবাই নতুন টাকা সংগ্রহ করতে পারেননি। ঈদকে সামনে রেখে গত ১ জুন থেকে বাংলাদেশ ব্যাংক ২০ টাকা, ৫০ টাকা ও এক হাজার টাকার নোট বাজারে ছাড়ে। সাধারণত ঈদের সময় নতুন নোটের চাহিদা বেড়ে যায়। কারণ উপহার হিসেবে অনেকে নতুন নোট দেন।
নগদ টাকা তোলার জন্য প্রাইম ব্যাংকের সুবিদবাজার শাখায় অপেক্ষা করছিলেন মো. বেলাল উদ্দিন। তিনি বলেন, গরু কেনার জন্য টাকা লাগবে। তাই এটিএম বুথ ব্যবহার না করে শাখায় এসেছি টাকা তুলতে।
প্রাইম ব্যাংক সুবিদবাজার শাখার ব্যবস্থাপক মো. মিসবাহ আহমদ জালালাবাদকে বলেন, এই ঈদে লম্বা ছুটি। তাই অনেকে নগদ টাকা তুলে রাখছেন। এজন্য ঈদের আগে বুধবার শেষ কর্মদিবসে ভিড় ছিল। তিনি বলেন, ব্যাংক বন্ধ থাকলেও আমাদের গ্রাহকরা মাই প্রাইম ব্যবহার করে সবধরণের ব্যাংকিং সেবা গ্রহণ করতে পারবেন।
পূবালী ব্যাংকের কর্মকর্তা শিব্বির আহমদ বলেন, অনেকে ঈদে বাড়ি যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন। কোরবানির পশু কেনার প্রস্তুতি নিচ্ছেন। তাই তারা নতুন নোট সংগ্রহ করছেন।
উল্লেখ্য, ঈদুল আজহা উপলক্ষে ৫ জুন থেকে ১৪ জুন পর্যন্ত ব্যাংক বন্ধ থাকবে। আগামী ১৫ জুন থেকে সকল আর্থিক প্রতিষ্ঠান যথারীতি খোলা থাকবে।