সিলেটে ধীরে ধীরে কমছে পানি
প্রকাশিত হয়েছে : ০৫ জুন ২০২৫, ১১:২৩:৪৩ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার: সিলেটে বৃষ্টি কমে এসেছে। সীমান্তের ওপারে ভারত থেকে পাহাড়ি ঢল আসার গতিও কমেছে। ফলে ধীরে ধীরে নদ-নদীর পানি কমছে। তবে এখনো জেলার চার উপজেলায় বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে।
জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো. আবদুল কুদ্দুস বুলবুল বলেন, বুধবার বিকেল পর্যন্ত সিলেটের চার উপজেলা জকিগঞ্জ, বিয়ানীবাজার, ওসমানীনগর ও গোলাপগঞ্জে ১৮ হাজার ৬৬১ জন মানুষ বন্যাকবলিত ছিলেন। এর মধ্যে ২৮০ জন বিভিন্ন আশ্রয়কেন্দ্রে ঠাঁই নেন। বন্যার্তদের মধ্যে ৩৪ মেট্রিক টন চাল ও ১৩২ প্যাকেট শুকনা খাবার বিতরণ করা হয়েছে।
এদিকে পানি উন্নয়ন বোর্ড (পাউবো) সিলেটের নির্বাহী প্রকৌশলী দীপক রঞ্জন দাশ বলেন, ‘এখন পানি কমতে শুরু করেছে। তবে পাহাড়ি ঢল থাকায় আগামী ২৪ ঘণ্টা জেলার নদ-নদীর পানি কিছুটা কমবে ও বাড়বে। আশা করছি, দুই দিনের মধ্যেই পরিস্থিতির উন্নতি ঘটবে। এরপর পানি দ্রুত নেমে যাবে।’