বন্যায় আউশের খেত ও বীজতলা ক্ষতিগ্রস্থ
প্রকাশিত হয়েছে : ০৫ জুন ২০২৫, ১১:৩৩:০৬ অপরাহ্ন
জালালাবাদ ডেস্ক: সিলেটে চলমান বন্যা পরিস্থিতিতে আউশ ধানের খেত ও বীজতলায় অনেক ক্ষতি হয়েছে। পানি কমতে শুরু করায় কৃষকরা এখন সেই ক্ষতি হিসাব-নিকাশ করছেন।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, সিলেটের ১৩টি উপজেলা ও নগর এলাকায় ১ হাজার ১৮৭ দশমিক ৫৫ হেক্টর জমিতে আউশ বীজতলা ছিল। এর মধ্যে বিশ্বনাথ উপজেলা ছাড়া সব কটি উপজেলা ও নগরের বীজতলায় কমবেশি পানি উঠেছে। মোট ২৪২ দশমিক ৫ হেক্টর বীজতলা পানিতে আক্রান্ত হয়েছে। এর মধ্যে সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়েছে ১৯৩ হেক্টর জমির বীজতলা। আংশিকসহ মোট ক্ষতিগ্রস্ত বীজতলার পরিমাণ ২২৮ হেক্টর। এতে প্রায় ১২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে এবং ক্ষতিগ্রস্ত কৃষক হচ্ছেন ৫ হাজার ৭০০ জন।
এ ছাড়া জেলায় আউশ ধানের জমি রয়েছে ৬ হাজার ২৬৯ হেক্টর জমিতে। জেলার ১৩টি উপজেলা ও নগরে পানিতে আক্রান্ত হয়েছে ১ হাজার ১২১ হেক্টর জমির ধানগাছ। এর মধ্যে সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়েছে ৫৬৪ হেক্টর। আংশিকসহ মোট ক্ষতিগ্রস্ত হয়েছে ৯৬৮ হেক্টর জমি। মোট ধানি জমি ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় ১ হাজার ২২৩ লাখ টাকার। মোট ক্ষতিগ্রস্ত কৃষক হচ্ছেন ৭ হাজার ৭৪৪ জন। এ ছাড়া সবজিসহ অন্য ফসলও ক্ষতিগ্রস্ত হয়েছে।
সিলেট কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক মোহাম্মদ আনিছুজ্জামান জানান, ৩১ মে থেকে ৩ জুন পর্যন্ত দুর্যোগে সম্ভাব্য ক্ষয়ক্ষতি নিয়ে একটি প্রতিবেদন তৈরি করা হয়েছে। সে অনুযায়ী জেলার ১৩টি উপজেলা ও নগরে দুর্যোগে আক্রান্ত জমির পরিমাণ ২ হাজার ৫২৪ হেক্টর। এর মধ্যে সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়েছে ১ হাজার ৬৮২ হেক্টর। আংশিকসহ ক্ষতিগ্রস্ত মোট জমির পরিমাণ ২ হাজার ৩০৯ হেক্টর। মোট ৪১ হাজার ৫৮৩ জন কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছেন।