সিলেটের হাটে বিশেষ আকর্ষণ ‘দুম্বা’
প্রকাশিত হয়েছে : ০৫ জুন ২০২৫, ১২:৫০:২৫ অপরাহ্ন
ছবি : হুমায়ুন কবীর লিটন
স্টাফ রিপোর্টার : মেঘলা দিনে ঝিরি ঝিরি বৃষ্টির মাঝেও জমে উঠতে শুরু করেছে সিলেটের পশুর হাট।
নগরের প্রধান হাট কাজীরবাজারসহ অন্যান্য হাটগুলোতে ভিড় করছেন ক্রেতারা ।
অন্যদিকে বিক্রেতারাও নানান ধরনের পশুর সমাহার ঘটিয়েছেন, পসরা সাজিয়েছেন।
এর মাঝে সিলেটের কুরবানির হাটে ঈদের সবচেয়ে বড় আকর্ষণ দুম্বা। নগরীর ঐতিহাসিক কাজির বাজার পশুর হাটে এই দুম্বাটি এনেছেন একজন বিক্রেতা। এটির দাম ধরা হয়েছে ২ লক্ষ টাকা ।
প্রতিদিন প্রচুর ক্রেতা দুম্বাটি ক্রয় করার জন্য এবং দেখার জন্য আসছেন। শেষ পর্যন্ত কত টাকা বিক্রি করা হবে তা জানা যাবে আজ অথবা ঈদের আগের রাতে।