সিলেটবাসীকে মুশফিকুল ফজল আনসারীর ঈদ শুভেচ্ছা
প্রকাশিত হয়েছে : ০৬ জুন ২০২৫, ১২:৫৭:২০ অপরাহ্ন
সিলেটবাসীকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন মেক্সিকোতে নিযুক্ত সিনিয়র সচিব পদমর্যাদায় বাংলাদেশের রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী ।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, ত্যাগই হচ্ছে পবিত্র ঈদুল আযহার মাহাত্ম্য। পশু কোরবানি মূলত প্রতীকী, প্রকৃত অর্থে অন্তরের পশুত্বকে কোরবানি দিতে পারাই হচ্ছে ঈদুল আযহার শিক্ষা।
তিনি আরো বলেন, চব্বিশের জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আওয়ামী ফ্যাসিবাদের পতনের পর এটাই প্রথম কোরবানির ঈদ। আমাদের তরুণদের সর্বোচ্চ ত্যাগ ও আত্মদানের মাধ্যমে মুক্ত পরিবেশে উদ্যাপিত হবে এবারের পবিত্র ঈদুল আযহা। এই উৎসবে আমরা যেনো স্মরণে রাখি জুলাইয়ের শহীদ ও আহত পঙ্গুত্ববরণকারীদের।
রাষ্ট্রদূত সিলেটবাসীর প্রতি চিরায়ত শান্তি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়ে ঈদুল আযহার আনন্দ ভাগাভাগি করার আশাবাদ ব্যক্ত করেন। তিনি সবাইকে জানান ঈদ মোবারক। বিজ্ঞপ্তি