সিলেটে ৩ হাজার ঈদগাহ-মসজিদে হচ্ছে ঈদের জামাত
প্রকাশিত হয়েছে : ০৬ জুন ২০২৫, ১:০৫:৪৩ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : প্রতি বছরের মতো এবারো সিলেটে পবিত্র ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হবে ঐতিহাসিক শাহী ঈদগাহ ময়দানে সকাল ৮টায়। শাহী ঈদগাহের ঈদ জামায়াতে নামাজের আগে বয়ান পেশ করবেন বন্দরবাজার কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা মোশতাক আহমদ খান। নামাজে ইমামতি করবেন ওই মসজিদের ইমাম মাওলানা মুফতি জুনায়েদ আহমদ।
এছাড়া সিলেট জেলা ও মহানগর এলাকায় ২৯৪১ টি ঈদগাহ ও মসজিদে পবিত্র ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হবে। এরমধ্যে সিলেট নগর এলাকায় মোট ৩৯০টি ঈদ জামাত অনুষ্ঠিত হবে। তন্মধ্যে ২৪৮ টি মসজিদে এবং ১৪২টি ঈদগাহ ও খোলা মাঠে হবে ঈদের জামাত। আর সিলেট জেলায় মোট দু’ হাজার ৫৫১টি ঈদ জামাত অনুষ্ঠিত হবে। এরমধ্যে মসজিদে হবে ২২৭৪টি ও ঈদগাহে হবে ২৭৭টি ঈদ জামাত।
সিলেট জেলা ও মহানগর পুলিশ এবং ইসলামিক ফাউন্ডেশন থেকে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।
এসএমপি পুলিশ সূত্র জানিয়েছে, সিলেট নগরীতে ৩৯০টি ঈদ জামায়াত অনুষ্ঠিত হবে। শাহী ঈদগাহসহ সকল এলাকায় পুলিশের বিশেষ নজরদারি থাকবে। শাহী ঈদগাহ ময়দানে থাকে তিন স্তরের নিরাপত্তা বলয়।
জেলা পুলিশ সূত্রে জানানো হয়েছে, জেলার ২৫৫১টি ঈদ জামায়াতে পুলিশের সতর্ক অবস্থান থাকবে। বড় বড় ঈদ জামায়াতকে ঘিরে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলা হবে।
শাহী ঈদগাহ ছাড়াও সিলেট নগরীতে বড় বড় কয়েকটি ঈদ জামাত অনুষ্ঠিত।
দরগাহে শাহজালাল রহ: জামে মসজিদ : নগরীর দরগাহে হযরত শাহজালাল রহ: মাজার জামে মসজিদে পবিত্র ঈদুল আযহার জামায়াত সাড়ে ৭টায় অনুষ্ঠিত হবে। নামাজে ইমামতি করবেন দরগাহ মসজিদের ইমাম মাওলানা আসজাদ আহমদ।
আলীয়া মাদরাসা মাঠ : ঐতিহ্যবাহী সরকারী আলীয়া মাদ্রাসা মাঠে আনজুমানে খেদমতে কোরআন সিলেটের উদ্যোগে পবিত্র ঈদুল আযহার জামায়াত সকাল সাড়ে ৭টায় অনুষ্ঠিত হবে। জামাতে ইমামতি করবেন বিশিষ্ট আলেমে দ্বীন অধ্যক্ষ মাওলানা আব্দুস সালাম আল মাদানী। জামায়াতে মহিলা ও শিশুদের জন্য আলাদা প্যান্ডেলের ব্যবস্থা থাকবে বলে জানিয়েছেন আঞ্জুমানে খেদমতে কুরআন সিলেটের সভাপতি অধ্যাপক মাওলানা সৈয়দ মুহাম্মদ একরামুল হক ও সেক্রেটারি হাফিজ মাওলানা মিফতাহ উদ্দীন আহমদ।
কুদরত উল্লাহ জামে মসজিদ : নগরীর কুদরত উল্লাহ জামে মসজিদে পৃথক তিনটি জামাত অনুষ্ঠিত হবে। প্রথম জামাত অনুষ্ঠিত হবে সকাল ৭টায়, ইমামতি করবেন শায়েখ সাঈদ বিন নুরুজ্জামান আল মাদানী। দ্বিতীয় জামাত হবে ৮টায়, ইমামতি করবেন হাফেজ মাওলানা মাওলানা মিফতাহ উদ্দীন আহমদ এবং তৃতীয় জামাত ৯টায় অনুষ্ঠিত হবে, ইমামতি করবেন হাফেজ মাওলানা হোসাইন আহমদ।
কালেক্টরেট মসজিদ : নগরীর কোর্ট পয়েন্ট-সংলগ্ন কালেক্টরেট জামে মসজিদে ঈদুল আযহার জামায়াত অনুষ্ঠিত হবে সকাল ৫টা ৪৫ মিনিটে। জামাতে ইমামতি করেবন মসজিদের ইমাম ও খতিব মাওলানা শাহ আলম।
এছাড়াও, শাহপরান রহ: মাজার মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হবে সকাল ৮টায়।