কুদরতউল্লায় জুমা সমাবেশে ডা. শফিক; আল্লাহর রাহে নিজের জানমাল উৎসর্গ করার নামই কোরবানী
প্রকাশিত হয়েছে : ০৬ জুন ২০২৫, ৪:০২:৫০ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার: আল্লাহর রাহে নিজের জানমাল উৎসর্গ করার নামই কোরবানী। আল্লাহপাকের সন্তুষ্টির জন্য আমরা নিজেদের সামর্থ্য অনুযায়ী পশু কোরবানী দিয়ে তাঁর হুকুম পালন করি। কিন্তু শুধু কোরবানী দিয়েই সেই সন্তুষ্টি সম্ভব নয়, প্রয়োজন জীবনের সকল ক্ষেত্রে আল্লাহর হুকুম পালন করে তাঁর নৈকট্য অর্জন। মুমিনের অবশ্য কর্তব্য জীবনের সকল ক্ষেত্রে আল্লাহর বিধান ও রাসুল সা. এর সুন্নাহর আলোকে পথচলা। ঈদুল আজহা সেই নৈকট্য অর্জনের শিক্ষাই দেয়।
আজ শুক্রবার নগরীর কুদরতউল্লাহ জামে মসজিদে জুমা সমাবেশে মুসল্লীদের উদ্দেশ্যে বক্তব্য দানকালে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান এ কথাগুলো বলেন ।
এসময় তিনি আরও বলেন, আমরা সবাই যেনো আল্লাহর নির্দেশমত ঐক্যবদ্ধ হয়ে সুন্দর সমাজ গঠনে সচেষ্ট হই। আমরা ইনসাফের উপর একতাবদ্ধ থাকলে ইনশাআল্লাহ আল্লাহর রহমত বরকত আমাদের কল্যাণের পথে নিয়ে যাবে ।
নামাজ শেষে জামায়াত আমীর মুসল্লীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।
প্রসঙ্গত উল্লেখ্য যে জামায়াত আমীর আজ সকালে সিলেট পৌঁছান। আগামীকাল শনিবার তিনি কুলাউড়ার ভাটেরায় নিজ এলাকায় ঈদ উদযাপন করবেন।