প্রবাসী আয়ে সেরা ঢাকা, শীর্ষ দশে সিলেট-মৌলভীবাজার
প্রকাশিত হয়েছে : ০৯ জুন ২০২৫, ৩:৫৯:৩৬ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : বিদেশ থেকে পাঠানো অর্থ যেসব জেলার ব্যাংকের শাখাগুলোতে বেশি এসেছে, তাদের চলতি অর্থবছরের (২০২৪-২৫) প্রথম ১১ মাসের (জুলাই-মে) তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক। সেখানে প্রবাসী আয়ের শীর্ষে রয়েছে ঢাকা জেলা। দ্বিতীয় শীর্ষ অবস্থানে রয়েছে চট্টগ্রাম ও কুমিল্লা। শীর্ষ দশে রেয়েছে সিলেটেরও দুটি জেলা।
শীর্ষ দশের তালিকায় সিলেট বিভাগ এর মধ্যে সিলেট জেলায় প্রবাসী আয় এসেছে ১২৫ কোটি ১১ লাখ ডলার। যা দেশের মধ্যে শীর্ষ চতুর্থ অবস্থানে আছে। একই বিভাগের মৌলভীবাজার জেলায় প্রবাসী আয় এসেছে ৫১ কোটি ১০ লাখ ডলার। যা দেশের মধ্যে দশম অবস্থানে আছে। এছাড়া হবিগঞ্জে ৩৪ কোটি চার লাখ ডলার ও সুনামগঞ্জে ৩৩ কোটি ৪৯ লাখ ডলার রেমিটেন্স এসেছে ।
অবশ্য দেশের আটটি বিভাগের মধ্যে চট্টগ্রামের ছয় জেলাই প্রবাসী আয়ের শীর্ষ দশের তালিকায়। এই বিভাগের মোট ১১টি জেলার মধ্যে চট্টগ্রাম রয়েছে শীর্ষ তালিকার দ্বিতীয়তে। এছাড়া শীর্ষে আছে কুমিল্লা, নোয়াখালী, ফেনী, ব্রাহ্মণবাড়িয়া ও চাঁদপুর। তবে সবচেয়ে কম প্রবাসী আয় এসেছে রংপুর বিভাগের লালমনিরহাট জেলায়।
চলতি অর্থবছরের (২০২৪-২৫) জুলাই থেকে মে মাস পর্যন্ত ১১ মাস বাংলাদেশ ব্যাংকের জেলাভিত্তিক হালনাগাদ রেমিট্যান্স বা প্রবাসী আয়ের তথ্য বলছে এসব কথা। সেখানে দেখা গেছে, গত ১১ মাসে প্রবাসীরা দেশে দুই হাজার ৭৫০ কোটি ৬৩ লাখ মার্কিন ডলারের সমপরিমাণ অর্থ পাঠিয়েছেন। এর মধ্যে আলোচিত ১১ মাসে প্রবাসী আয় ঢাকা বিভাগে এসেছে এক হাজার ৩৫৭ কোটি ৬৩ লাখ ডলার। যা শীর্ষ স্থানে উঠে এসেছে। এই বিভাগের মোট ১৩টি জেলার মধ্যে ঢাকা রয়েছে শীর্ষ তালিকার প্রথমে। গত ১১ মাসে ঢাকা জেলায় প্রবাসী আয় এসেছে ৯২৬ কোটি ১৩ লাখ ডলার। শীর্ষ দশের তালিকার নবমে রয়েছে টাঙ্গাইল। এই জেলায় প্রবাসী আয় এসেছে ৫৬ কোটি ১৭ লাখ ডলার। অন্যান্য বিভাগের মধ্যে গত ১১ মাসে চট্টগ্রাম বিভাগের এসেছে ৭৫৪ কোটি ৩৪ লাখ ডলার, সিলেটের ২৪৩ কোটি ৭৬ লাখ ডলার, খুলনায় ১২৩ কোটি দুই লাখ ডলার, রাজশাহীতে ৯৩ কোটি ৯৬ লাখ ডলার, বরিশালে ৭৭ কোটি ৯৮ লাখ ডলার, ময়মনসিংহে ৫৬ কোটি ৬৯ লাখ ডলার এবং রংপুরে ৪৩ কোটি ৩২ লাখ ডলার। রংপুর বিভাগের লালমনিরহাট জেলায় প্রবাসী আয় এসেছে দুই কোটি ৪১ লাখ ডলার। যা দেশের ৬৪ জেলার মধ্যে সর্বনিম্ন এটি।