নির্বাচনের তারিখ ঘোষণায় বিভ্রান্তি কেটে গেছে: ডা. তাহের
প্রকাশিত হয়েছে : ০৯ জুন ২০২৫, ৪:০১:০৯ অপরাহ্ন
জালালাবাদ ডেস্ক : জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও সাবেক সংসদ সদস্য ডা. সৈয়দ আবদুল্লাহ মো. তাহের বলেছেন, প্রধান উপদেষ্টা জাতীয় সংসদ নির্বাচনের তারিখ ঘোষণা করেছেন। যারা ভেবেছিল দেশে আর নির্বাচন হবে না, সরকার পাঁচ বছর ক্ষমতায় থাকবে, নানা ধরনের বিভ্রান্তি ছড়াচ্ছিলেন, নির্বাচনের তারিখ ঘোষণার পরই সেই বিভ্রান্তি কেটে গেছে। তিনি সোমবার (৯ জুন) কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার মিয়াবাজার কলেজ মিলনায়তনে উজিরপুর ইউনিয়ন জামায়াতের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন ।
ডা. তাহের আরও বলেন, নির্বাচনের তারিখ ঘোষণার পরে আমি চৌদ্দগ্রামে গণসংযোগের সিদ্ধান্ত নিয়েছি। আজ প্রথম গণসংযোগ শুরু করেছি মিয়াবাজারের উজিরপুর থেকে। এরপর কাশিনগর হয়ে পুরো চৌদ্দগ্রামে গণসংযোগ করা হবে। উজিরপুর ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা আবুল হাশেমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের সাবেক আমির আবদুস সাত্তার, মহানগরী সেক্রেটারি মাহবুবুর রহমান, চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতের আমির মাহফুজুর রহমান, সাবেক আমির ভিপি সাহাব উদ্দিন, সেক্রেটারি বেলাল হোসাইন ও শিল্পপতি কামাল উদ্দিন প্রমুখ।