জামায়াত রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে জনগনকে দাবী করে অধিকার আদায় করতে হবে না -ডা. শফিকুর রহমান
প্রকাশিত হয়েছে : ০৯ জুন ২০২৫, ৬:৪৪:০৬ অপরাহ্ন
বড়লেখা প্রতিনিধি :
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, জামায়াতে ইসলামী রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে দেশের কোনো নাগরিককে দাবি করে অধিকার আদায় করতে হবে। যোগ্যতার ভিত্তিতে ঘরে গিয়ে অধিকার পৌঁছে দেওয়া হবে। গণতন্ত্র আর উন্নয়নের বুলি আউড়িয়ে এদেশের মানবতাকে কেড়ে নেওয়া হয়েছিল, গণতন্ত্রকে হত্যা করা হয়েছিল। দেশের টাকা চুরি করে নেওয়া হয়েছে। ২০২৪ সালে আবু সাঈদ নতুন বাংলাদেশের জন্ম দিয়েছে। সে আমাদের অহংকার, সে বীর। তরুণদের নেতৃত্বেই এদেশের পরবর্তন এসেছে। বাংলাদেশ জামায়াতে ইসলামী আগামীতে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে কোনো মানুষকে অধিকার আদায়ের জন্য দাবি তোলতে হবে না, যার যার ঘরে ঘরে তার প্রাপ্য অধিকার পৌঁছে দেওয়া হবে।
তিনি সোমবার দুপুরে মৌলভীবাজারের বড়লেখা উপজেলা জামায়াতে ইসলামী আয়োজিত বড়লেখা পৌরশহরের ইসলামী ব্যাংক প্রাঙ্গনে অনুষ্ঠিত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। তিনি আরো বলেন, বাংলাদেশ সেনাবাহিনী আমাদের অহংকার। সেনাবাহিনীকে আমরা কোনের দলের পক্ষে নয়, জনগণের পক্ষে দেখতে চাই। প্রধান উপদেষ্ঠার কাছে দাবি জানিয়েছিলাম আগামী রমজানের আগে অথবা ঈদের পরপরই যেন সংসদ নির্বাচনের আয়োজন করেন। সম্প্রতি তিনি এপ্রিলের প্রথম সপ্তাহে নির্বাচনের ঘোষণা দিয়েছেন। তিনি যেন তার ওয়াদা রক্ষা করেন।
বড়লেখা উপজেলা জামায়াতে ইসলামীর আমীর এমাদুল ইসলামের সভাপতিত্বে ও সেক্রেটারি মাওলানা আব্দুল বাছিতের সঞ্চালনায় অনুষ্ঠিত সভার শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন হাফিজ রেদওয়ান আহমদ। ইসলামী সংগীত পরিবেশনা করেন বড়লেখা সাহিত্য ও সাংস্কৃতিক সংসদের শিল্পীরা।
জামায়াত আমীর ডা. শফিকুর রহমান আরো বলেন, জুলাই আন্দোলনে আমাদের প্রবাসীরা ফ্যাসিষ্ট শেখ হাসিনার পতনে গুরুত্বপুর্ণ অবদান রেখেছেন। প্রবাসীদের শুধু রেমিটেন্স যোদ্ধা বলেই তাদের মর্যাদা দিলে চলবে না। অবশ্যই তাদের ভোটের অধিকার নিশ্চিত করতে হবে। দেশে থাকেন কিংবা বিদেশে থাকেন তাদের ভোট প্রদানের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।
অনুষ্ঠানে বিশের অতিথির বক্তব্য দেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল আইনজীবী এহসানুল মাহবুব জুবায়ের, পল্টন থানা জামায়াতের আমীর শাহিন আহমদ খান, মৌলভীবাজার জেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা আব্দুর রহমান, সিলেট মহানগর জামায়াতের আমীর ফখরুল ইসলাম, মৌলভীবাজার-১ (বড়লেখা ও জুড়ী) আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা আমিনুল ইসলাম, ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সাবেক আইন বিষয়ক সম্পাদক ড. আনোয়ারুল ওয়াদুদ টিপু, ছাত্রশিবিরের মানবকল্যাণ বিষয়ক সম্পাদক শরীফ মাহমুদ, উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর আব্দুল্লাহ মাহফুজ সুমন, শুরা সদস্য কামাল উদ্দিন আহমদ, দক্ষিণভাগ উত্তর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও জামায়াতের শুরা সদস্য আলীম উদ্দিন, উপজেলা খেলাফত মজলিসের সভাপতি কাজী মাওলানা এনামুল হক, বড়লেখা সদর ইউনিয়ন জামায়াতের সভাপতি রবিউল ইসলাম সুহেল, মৌলভীবাজার জেলা ইসলামী ছাত্রশিবিরের সভাপতি নিজাম উদ্দিন, উপজেলা ছাত্রশিবিরের বড়লেখা সহসভাপতি তারেক আজিজ ও বড়লেখা উপজেলা শিবিরের সভাপতি হুমায়ূন কবির সাজু।
এসময় উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর জামাতের আমীর সেলিম উদ্দিন, জেলা জামায়তের সেক্রেটারি সৈয়দ ইয়ামীর আলী, কর্মপরিষদের মাওলানা ইসলাম উদ্দিন, সিলেট মহানগর পেশাজীবি সংগঠন নেতা অধ্যাপক ডা. হোসাইন আহমদ, বড়লেখা পৌর জামায়তের সাবেক সভাপতি খিজির আহমদ, মৌলভীবাজার জেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি আহমদ ফারুক, সাবেক জেলা সভাপতি আজিজ আহমদ কিবরিয়া, সাবেক সভাপতি হাফিজ তাজুল ইসলাম, সিলেট মহানগর শিবিরের সাবেক সভাপতি শফিকুল আলম মফিক, সাবেক সভাপতি আব্দুল্লাহ আল মামুন প্রমুখ।