বালাগঞ্জে ১০৯ পিস ইয়াবাসহ বিএনপি সভাপতির ভাইসহ আটক ৫
প্রকাশিত হয়েছে : ০৯ জুন ২০২৫, ১১:৫৯:১৩ অপরাহ্ন
বালাগঞ্জ প্রতিনিধি ::
সিলেটের বালাগঞ্জ উপজেলার ০৫নং বালাগঞ্জ সদর ইউনিয়নের অন্তর্গত বালাগঞ্জ টু ফেঞ্চুগঞ্জ যাওয়ার সুইচ গেইট নামক স্থানের ডান পাশে কুশিয়ারা নদীর পাড় সংলগ্ন গোলঘর নামক স্থানে বাংলাদেশ সেনাবাহিনীর ওসমানী নগর ক্যাম্পের দ্বায়িত্বরত সেনাসদস্য ও বালাগঞ্জ থানা পুলিশের যৌথঅভিযান পরিচালিত হয়েছে। সোমবার (০৯ জুন) বিকালে ৩ঘটিকার দিকে বিশ্বস্ত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত অভিযানে সংশ্লিষ্ট নিরাপত্তা বাহিনীর একটি দল অংশগ্রহণ করে এবং গোলঘর এলাকায় তল্লাশি চালানো হয়।
অভিযানকালে অবৈধ মাদকদ্রব্য উদ্ধার করা হয়। মাদকের মধ্যে ছিল ১০৯পিস ইয়াবা ট্যাবলেট । এসময় ঘটনাস্থল থেকে৫জন ব্যক্তিকে আটক করা হয়েছে। আটক কৃতরা আমিরুল ইসলাম(৩১), পিতা-মৃত আসলাম উল্লাহ, মাতা-মৃত জাহানারা, সাং-তিলকচাঁনপুর সে বালাগঞ্জ ইউনিয়ন বি,এন,পি শেখ জামাল আহমদ খলকুর ছোট ভাই, ২। লুৎফুর রহমান সুমন(৩৩), পিতা-মৃত আব্দুল আজিজ, মাতা-রাজিয়া বেগম, সাং-উপজেলা কমপ্লেক্স, ৩। সোহাগ আহমদ(৩০), পিতা-মৃত মুহিব আলী, মাতা-মোছাঃ বিনা বেগম, সাং- উপজেলা কমপ্লেক্স, ৪। আমিনুল ইসলাম(৩১), পিতা-মৃত টুনু মিয়া, মাতা-আঙ্গুরা বেগম, সাং-বাবরবপুর, ৫। জাহেদ খাঁন(৩২), পিতা-মৃত তছলিম খাঁন, মাতা-জবারুন নেছা, সাং-হাসামপুর (খাঁন বাড়ী), সর্ব থানা-বালাগঞ্জ,সিলেট। তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।
আটক ৫ আসামির বিরুদ্ধে মামলার পরবর্তী’ কার্যক্রমের জন্য বালাগঞ্জ থানা পুলিশে সোপর্দ করা হয়।
এসআই(নিঃ) কবির হোসেন বাদী হয়ে লিখিত অভিযোগ দায়ের করেন বালাগঞ্জ থানার মামলা নং-০৩, তারিখ-০৯/০৬/২০২৫খ্রিঃ, ধারা-২০১৮ ইং সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন ৩৬(১) সারণির ১০(ক) রুজু করিয়া মামলার তদন্তভার এসআই(নিঃ) মোঃ মিজানুর রহমান এর অর্পন করা হয়। ধৃত আসামীদেরকে প্রয়োজনীয় পুলিশ স্কটের মাধ্যমে আদালতে প্রেরণ করা হয়েছে।
বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, সমাজ থেকে মাদক নির্মূলে এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে। সেনাবাহিনী জনগণকে সচেতন থাকার এবং সন্দেহভাজন মাদক কারবারি সম্পর্কে তথ্য দিয়ে আইন-শৃঙ্খলা বাহিনীকে সহায়তা করার আহ্বান জানানো হয়েছে।
এ ব্যাপারে বালাগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ উদ্দিন ভূইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, থানায় মামলা দিয়ে আসামিকে আজ সোমবার আদালতে পাঠানো হয়েছে।