পুকুরে ডুবে বাবা-মেয়ের মর্মান্তিক মৃত্যু
প্রকাশিত হয়েছে : ১০ জুন ২০২৫, ১২:২৮:৩৫ অপরাহ্ন
সংবাদদাতা ::
মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলার হামিদপুর গ্রামে পুকুরে সাঁতার শেখাতে গিয়ে হৃদয়বিদারক ঘটনা ঘটেছে। সাঁতার শিখতে গিয়ে পানিতে ডুবে প্রাণ হারিয়েছেন ভিকারুননিসা নুন স্কুল অ্যান্ড কলেজের এইচএসসি পরীক্ষার্থী হালিমা মোহাম্মদ (১৮) এবং তাকে বাঁচাতে গিয়ে মৃত্যু হয়েছে তার বাবারও।
মৃত হালিমার বাবা বাবুল আহমেদ স্থানীয় বাবুল ব্রিকস ফিল্ডের মালিক। গতকাল ৯ জুন বিকেলে তিনি নিজ বাড়ির পুকুরে মেয়েকে সাঁতার শেখাতে নিয়ে যান। সাঁতারের এক পর্যায়ে হালিমা পানিতে তলিয়ে গেলে বাবুল আহমেদ তৎক্ষণাৎ তাকে উদ্ধার করতে ঝাঁপ দেন। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে তিনিও আর উঠে আসেননি।
পরবর্তীতে স্থানীয় লোকজন পুকুরে খোঁজাখুঁজি করে বাবা-মেয়ের মরদেহ উদ্ধার করে। এই মর্মান্তিক ঘটনার পর পুরো হামিদপুর গ্রামজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। পরিবার ও প্রতিবেশীরা শোকে বাকরুদ্ধ।
এ ঘটনায় এলাকাবাসী গভীর শোক প্রকাশ করেছেন এবং সংশ্লিষ্ট পরিবারকে সান্ত্বনা জানিয়েছেন।