শ্রীমঙ্গলে অবৈধ বালু উত্তোলন চক্রের ৩ জন আটক
প্রকাশিত হয়েছে : ১১ জুন ২০২৫, ৬:৩০:৫৫ অপরাহ্ন
শ্রীমঙ্গল প্রতিনিধি:
মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে তিন জনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার বিকালে শ্রীমঙ্গল থানার এসআই (নিঃ) অলক বিহারী গুণ সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে উপজেলার ৪ নম্বর সিন্দুরখাঁন ইউনিয়নের গোলগাঁও এলাকার একটি পাকা রাস্তা থেকে বালুভর্তি ট্রাকসহ তাদের আটক করেন।
আটককৃতরা হলেন- আলীশারকুল এলাকার আক্কাছ মিয়ার পুত্র শাহবুদ্দিন মিয়া (২৪), মৃত সৈয়দ আলী মিয়ার পুত্র আনোয়ার মিয়া (২২) ও মখলিছ মিয়া পুত্র আকাশ মিয়া (১৯)।
পুলিশ জানায়, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে শ্রীমঙ্গল উপজেলার বিভিন্ন সরকারি ছড়া ও জমি থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিল, যার ফলে এলাকার ভূ-প্রাকৃতিক পরিবেশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।
এ ঘটনায় গ্রেফতারকৃতদের এবং পলাতক থাকা বালুচক্রের মূল হোতাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা দিয়ে তাদের আদালদের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।