জুড়ীতে বিএনপির একাংশের ঈদ পুনর্মিলনী
প্রকাশিত হয়েছে : ১১ জুন ২০২৫, ৭:৫৩:৫০ অপরাহ্ন
জুড়ী সংবাদদাতা:
মৌলভীবাজারের জুড়ীতে উপজেলা বিএনপির একাংশের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার রাত ৮ টায় মক্তদীর বালিকা উচ্চ বিদ্যালয় হলরুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা খলিলুর রহমান।
জায়ফরনগর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল ইমলাম জুবেলের পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাছুম রেজা। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হেলাল উদ্দিন, সদস্য এম এ মোহাইমিন শামীম, হাবিবুর রহমান আছকর, মুস্তাক খান, লিয়াকত আলী, মামুনুর রশীদ, জায়ফরনগর ইউনিয়ন বিএনপির সভাপতি ইসহাক আলী, সাগরনাল ইউনিয়ন বিএনপির সভাপতি এমদাদুল ইসলাম চৌধুরী লিয়াকত, সাধারণ সম্পাদক শাহীন আহমদ রুলন, পশ্চিম জুড়ী ইউনিয়ন সভাপতি সামসু মিয়া, সাংগঠনিক সম্পাদক হারুনুর রশীদ, জায়ফরনগর ইউনিয়ন সাংগঠনিক সম্পাদক গিয়াস উদ্দিন, জেলা যুবদলের যুগ্ম সম্পাদক নিপার রেজা, বিএনপি নেতা রেজান আলী, সিদ্দিকুর রহমান, আব্দুর রউফ, জিবলু আহমদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সাইফুর রহমান, জায়ফরনগর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক সিরাজুল ইসলাম, ইউনিয়ন বিএনপির নির্বাচন কমিশনের সচিব নজরুল ইসলাম। এছাড়া সামসুদ্দিন, জামাল উদ্দিন, ফয়জুর রহমান, কামরুল ইসলাম, হারিছ মোহাম্মদ, নজরুল ইসলাম প্রমুখ।