বিশ্বনাথে শ্রমিক কল্যাণের মাংস বিতরণ
প্রকাশিত হয়েছে : ১১ জুন ২০২৫, ৮:০৫:০৯ অপরাহ্ন
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন এর কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও সিলেট অঞ্চলের সহকারী পরিচালক হাফিজ মাওলানা ফারুক আহমদ বলেছেন, দেশে ইসলামের পতাকাবাহী একমাত্র শ্রমিক সংগঠন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন। এই সংগঠন খেটে খাওয়া মানুষদের আলোর পথ দেখায়। অন্ধকার থেকে দূরে রাখে। মানুষদের শান্তির পথের সন্ধান দেয়। আল্লাহর আইন বাস্তবায়ন ছাড়া দেশ থেকে বৈষম্য দূর হবে না। বৈষম্য দূর করার জন্য ইসলামী শ্রমনীতি বাস্তবায়ন করতে হবে। তাহলে শ্রমজীবী মানুষরা সুখ-শান্তি ফিরে পাবে।
রোববার বিকেলে বিশ্বনাথ পৌর শহরে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন বিশ্বনাথ উপজেলা এবং পৌরসভার যৌথ উদ্যোগে শ্রমজীবী মানুষের মধ্যে কুরবানির মাংস বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
উপজেলা সভাপতি এইচ এম মুহাম্মদ আলীর সভাপতিত্বে ও পৌরসভার সাধারণ সম্পাদক আরাফাত আলীর পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও সিলেট জেলা সভাপতি ফখরুল ইসলাম খান, জেলা ট্রেড ইউনিয়ন সম্পাদক শাহীন আহমদ রাজু।
উপস্থিত ছিলেন শ্রমিকনেতা কামরুল ইসলাম দুলাল, ফারুক আহমদ, রুহুল আমীন, সুমন আহমদ, ইব্রাহিম খলিল,ময়না মিয়া, হোসাইন আহমদ, নাসির উদ্দীন, আবু তাহের, আনহার মিয়া, নুরুল গণি ও জুনেদ আহমেদ প্রমুখ। বিজ্ঞপ্তি