নদী ভাঙ্গন রোধে জকিগঞ্জে সর্বদলীয় মতবিনিময়
প্রকাশিত হয়েছে : ১১ জুন ২০২৫, ৭:৫২:৫৮ অপরাহ্ন
জকিগঞ্জ প্রতিনিধি :
চলতি বছরসহ বিগত বছরগুলোতে বার বার নদী ভাঙ্গনের সম্মুখীন হয়ে মারাত্মক ক্ষতিগ্রস্ত জকিগঞ্জবাসী এবার সোচ্চার হয়েছেন দাবী আদায়ে।
সুরমা-কুশিয়ারা নদীর ভাঙ্গন প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের লক্ষে মঙ্গলবার জকিগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন জনদাবী আদায় পরিষদ জকিগঞ্জ এর আহবায়ক ও জকিগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মুফতি আবুল হাসান।
সদস্য সচিব কাউন্সিল মোস্তাক আহমদ এর পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তারা বলেন, সারা দেশের নদী ভাঙ্গন আর জকিগঞ্জের নদী ভাঙ্গন এক নয়। এখানে নদী ভাঙ্গনের ফলে দেশের মানচিত্রের পরিবর্তন ঘটে। দেশের মাটি ভারতের দখলে চলে যাচ্ছে। জকিগঞ্জের মানুষ ভিটেমাটি হারা হচ্ছে। শত-শত একর ফসলী জমি, ধর্মীয় উপাসনালয়, শিক্ষা প্রতিষ্ঠানসহ অনেক জনগুরুত্বপূর্ণ রাস্তাঘাট হারিয়ে আজ জকিগঞ্জ উপজেলাবাসীর চরম কষ্ট পোহাতে হচ্ছে। এমতাবস্থায় পানি উন্নয়ন বোর্ড পরির্দশন ছাড়া কার্যকরী কোন পদক্ষেপ নিচ্ছে না জকিগঞ্জে। চলিত সপ্তাহে নদীর পানি কমতে থাকলেও এখনো জরুরী মেরামতের কোন উদ্যোগ নেই তাদের। বক্তারা বলেন, আগামী ৪ দিনের মধ্যে ভাঙ্গনের স্থানগুলো জরুরী মেরামতের ব্যবস্থা না করলে জকিগঞ্জ জনদাবি আদায় পরিষদ এর মাধ্যমে দূর্বার আন্দোলন গড়ে তোলা হবে।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন জকিগঞ্জের সাবেক উপজেলা চেয়ারম্যান ও জেলা কৃষকদলের আহবায়ক ইকবাল আহমদ তাপাদার, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ও জকিগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর সাবেক আমীর গোলাম রোকবানী চৌধুরী জাবেদ, খেলাফত মজলিস সিলেট জেলা সিনিয়র সহ সভাপতি মাওলানা মুখলিছুর রহমান, জকিগঞ্জ উপজেলা জমিয়তের সহসভাপতি মাওলানা বিলাল আহমদ ইমরান, উপজেলা খেলাফত মজলিসের সভাপতি মাওলানা আব্দুল মুছব্বির, ইসলামি আন্দোলন জকিগঞ্জ উপজেলা শাখার সভাপতি হেকিম সিহাব আহমদ, উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারী সারওয়ার হোসেন, বাংলাদেশ খেলাফত মজলিস জকিগঞ্জ উপজেলা সভাপতি মাওলানা আব্দুল খালিক, জকিগঞ্জ পৌর বিএনপির সভাপতি মাসুক, উপজেলা জমিয়তের সহ সভাপতি মাওলানা আব্দুস শহিদ, উপজেলা খেলাফত মজলিস এর সাধারণ সম্পাদক মাওলানা আলা উদ্দিন তাপাদার, ইসলামি আন্দোলন উপজেলা সাধারণ সম্পাদক মাওলানা জয়নুল ইসলাম, পৌর বিএনপির সাধারণ সম্পাদক শিব্বির আহমদ রণি, সোনার বাংলা বহুমুখী সমবায় সমিতির সভাপতি জাফরুল ইসলাম, শ্রমিক জমিয়তের জকিগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা রুহুল আমীন, বাংলাদেশ খেলাফত মজলিস উপজেলা সাধারণ সম্পাদক আফতাব উদ্দীন নোমানী, জকিগঞ্জ প্রেসক্লাবের সহ সভাপতি রহমত আলী হেলালী, যুগ্ম সাধারণ সম্পাদক এনামুল হক মুন্না, সহ সাধারণ সম্পাদক মুর্শেদ আলম লস্কর, আঞ্জুমানে আল ইসলাহ জকিগঞ্জ উপজেলা নেত মাওলানা ফদ্বলুর রহমান, পৌর আল ইসলাহ সভাপতি কাজী হিফজুর রহমান, পৌর জামায়াতের সেক্রেটারী আবু রুশদ মো ইকবাল, যুব শিবির জকিগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক আবিদুর রহমান, সাবেক চেয়ারম্যান নাছির উদ্দিন, ব্যাবসায়ী আতিকুর রহমান ও প্রবাসী কয়েছ আহমদ প্রমুখ।
সভার শুরুতে জনদাবি আদায় পরিষদ এর পক্ষ থেকে লিখিত বক্তব্য পাঠ করেন সদস্য সচিব মোস্তাক আহমদ।