কোয়ান্টাম ফাউন্ডেশন সিলেট সেন্টারের মাংস বিতরণ
প্রকাশিত হয়েছে : ১১ জুন ২০২৫, ৭:৫০:৪৮ অপরাহ্ন
‘ঘরে ঘরে কল্যাণ, থাকুক বহমান’ এই প্রতিপাদ্য নিয়ে কোরবানির সামাজিকায়ন-২০২৫ উপলক্ষে কোয়ান্টাম ফাউন্ডেশন সিলেট সেন্টার’র উদ্যোগে ১১৯০ পরিবারের মাঝে ১৪২০ কেজি কোরবানির মাংস বিতরণ করা হয়েছে।
এবার সিলেট সেন্টারের উদ্যোগে ১২ টি গরু, ১৪ টি খাসি কোরবানি দেয়া হয়। যার মধ্যে গরুর মাংস ছিল ১২৬৯ কেজি, খাসি ১৫১ কেজি। সব মিলিয়ে ১৪২০ কেজি মাংস, ১১৯০ পরিবারের মাঝে বিতরণ করা হয়েছে। সিলেট নগরীর একটি কমিউনিটি সেন্টারে কোরবানী ও মাংস বিতরণ কার্যক্রম পরিচালনা করা হয়।
এসময় উপস্থিত ছিলেন কোয়ান্টাম ফাউন্ডেশন সিলেট সেন্টারের অর্গানিয়ার-ইনচার্জ আহমেদ শরীফ, সিলেট সেন্টারের মোমেন্টিয়ার মুক্তিযোদ্ধা ও লেখক মো: সীতাব আলী, বাগবাড়ি-জিন্দাবাজার শাখার মোমেন্টিয়ার ব্যবসায়ী আজিজুর রহমান খান তপন, আম্বরখানা শাখার মোমেন্টিয়ার এবং লতিফা-শফি মহিলা ডিগ্রী কলেজের রাষ্ট্রবিভাগ বিভাগের বিভাগীয় প্রধান এসোসিয়েট প্রফেসর শেখ মোহাম্মদ আব্দুর রশিদ, বাংলাদেশ ব্যাংক উপশহর শাখার আর্ডেন্টিয়ার ও সিলেটের অ্যাডিশনাল ডিরেক্টর আবু তৈয়ব মো: আব্দুল্লাহ প্রমুখ। বিজ্ঞপ্তি