শাবিতে শিবিরের কুরবানির গোশত বিতরণ
প্রকাশিত হয়েছে : ১১ জুন ২০২৫, ৮:০৪:০০ অপরাহ্ন
শাবি প্রতিনিধি:
সিলেটের জুলাই গণআন্দোলনে নিহত ও আহতদের পরিবারকে ঈদের দিনে সহমর্মিতার বার্তা পৌঁছে দিতে কুরবানির গোশত বিতরণ করেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) শাখা বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।
রোববার সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে শাখা সভাপতি ও কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্য তারেক মনোয়ার এ তথ্য জানান।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গণ-অভ্যুত্থানের সময় সিলেটে শিক্ষার্থী ও সাংবাদিকসহ অনেক মানুষ প্রাণ হারিয়েছেন। অসংখ্য পরিবার আহত হয়ে ঋণের বোঝা বহন করছেন। তাদের মধ্যে অনেক পরিবার হতদরিদ্র, যাদের কুরবানির দেওয়ার সামর্থ্য নেই। সেসব মানুষের পরিবারের মাঝে গোস্ত পৌঁছে দেওয়া হয়েছে।
এ বিষয়ে কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও শাবিপ্রবি শাখা সভাপতি তারেক মনোয়ার বলেন, ‘ঈদ মানুষের জীবনে সম্প্রীতি, সৌহার্দ্য ও সমতার বার্তা নিয়ে আসে। যাদের আত্মত্যাগ আর জীবনের বিনিময়ে আমরা আজ নতুন স্বাধীনতা পেয়েছি তাদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। সেই জায়গা থেকেই আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা।
এছাড়াও গোস্ত বিতরণে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের সাবেক সভাপতি ইউসুফ হাসান আকন্দ, শাখা সেক্রেটারি মাসুদ রানা তুহিন এবং অন্যান্য নেতৃবৃন্দ।